Wednesday, December 3, 2025

এক্তিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করছেন রাজ্যপাল, তোপ সৌগত, শোভনদেবের

Date:

Share post:

রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা কার্যত অভ্যাসে পরিনত হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷

আপাতত সর্বশেষ অভিযোগ এনেছেন মহালয়া তথা বিশ্বকর্মা পুজোর দিন৷ এক টুইটে তিনি বলেছেন,
“যা কিছুই ঘটুক না কেন, আমি পশ্চিমবঙ্গের সেবায় নিয়োজিত৷ মহালয়া এবং বিশ্বকর্মা পুজোয় আমার সংকল্প, পুলিশকে অবশ্যই ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ হতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি।
বাংলায় সুষ্ঠ ও অবাধ নির্বাচনে অনুঘটক হওয়া আমার সাংবিধানিক কর্তব্য।”

রাজ্যপাল বোঝাতে চেয়েছেন, এ রাজ্যের মানুষ অবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে চান। অবাধে ভোট হতে না পারা গণতন্ত্রেরই লজ্জা।রাজ্যের নির্বাচন নিয়ে
রাজ্যপালের এই মন্তব্যের কড়া জবার দিয়েছে তৃণমূল৷

তৃণমূল সাংসদ ও মুখপাত্র সৌগত রায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “রাজ্যপাল সরাসরি বিজেপির হয়ে কথা বলছেন৷ দেশে নির্বাচন কমিশন আছে, আছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কোনওটাই রাজ্য সরকারের এক্তিয়ারে নয়৷

দেশজুড়ে ভোটের আয়োজন করে তারাই। রাজ্যপাল রাজভবনে বসে কখনই ভোট করানোর কথা বলতে পারেন না৷ এই ক্ষমতা রাজ্যপালের নেই।” সৌগতবাবুর স্পষ্ট কথা, “রাজ্যপাল নিজের চেয়ারকেই অসম্মান করছেন৷ তিনি নিরপেক্ষ থাকতে পারছেন না৷ বিজেপির সুরে কথা বলেই চলেছেন৷”

 

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রাজ্যপাল নির্বাচন নিয়ে কেন কথা বলছেন? এসব তাঁর এক্তিয়ারের বাইরে৷ কেন বলছেন বুঝতে পারছি না। এ ধরনের কথা বলে কেন্দ্রীয় সরকার আর বিজেপির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন৷ নির্বাচন কমিশনকে ছোট করে রাজ্যপাল হিরো হতে চাইছেন”৷

আরও পড়ুন- শেষ দেখে ছাড়বেন, ঊর্মিলাকে হুঁশিয়ারি কঙ্গনার

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...