Thursday, December 25, 2025

এক্তিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করছেন রাজ্যপাল, তোপ সৌগত, শোভনদেবের

Date:

Share post:

রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা কার্যত অভ্যাসে পরিনত হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷

আপাতত সর্বশেষ অভিযোগ এনেছেন মহালয়া তথা বিশ্বকর্মা পুজোর দিন৷ এক টুইটে তিনি বলেছেন,
“যা কিছুই ঘটুক না কেন, আমি পশ্চিমবঙ্গের সেবায় নিয়োজিত৷ মহালয়া এবং বিশ্বকর্মা পুজোয় আমার সংকল্প, পুলিশকে অবশ্যই ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ হতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি।
বাংলায় সুষ্ঠ ও অবাধ নির্বাচনে অনুঘটক হওয়া আমার সাংবিধানিক কর্তব্য।”

রাজ্যপাল বোঝাতে চেয়েছেন, এ রাজ্যের মানুষ অবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে চান। অবাধে ভোট হতে না পারা গণতন্ত্রেরই লজ্জা।রাজ্যের নির্বাচন নিয়ে
রাজ্যপালের এই মন্তব্যের কড়া জবার দিয়েছে তৃণমূল৷

তৃণমূল সাংসদ ও মুখপাত্র সৌগত রায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “রাজ্যপাল সরাসরি বিজেপির হয়ে কথা বলছেন৷ দেশে নির্বাচন কমিশন আছে, আছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কোনওটাই রাজ্য সরকারের এক্তিয়ারে নয়৷

দেশজুড়ে ভোটের আয়োজন করে তারাই। রাজ্যপাল রাজভবনে বসে কখনই ভোট করানোর কথা বলতে পারেন না৷ এই ক্ষমতা রাজ্যপালের নেই।” সৌগতবাবুর স্পষ্ট কথা, “রাজ্যপাল নিজের চেয়ারকেই অসম্মান করছেন৷ তিনি নিরপেক্ষ থাকতে পারছেন না৷ বিজেপির সুরে কথা বলেই চলেছেন৷”

 

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রাজ্যপাল নির্বাচন নিয়ে কেন কথা বলছেন? এসব তাঁর এক্তিয়ারের বাইরে৷ কেন বলছেন বুঝতে পারছি না। এ ধরনের কথা বলে কেন্দ্রীয় সরকার আর বিজেপির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন৷ নির্বাচন কমিশনকে ছোট করে রাজ্যপাল হিরো হতে চাইছেন”৷

আরও পড়ুন- শেষ দেখে ছাড়বেন, ঊর্মিলাকে হুঁশিয়ারি কঙ্গনার

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...