Monday, August 25, 2025

চূড়ান্ত ট্রায়ালে সমস্যা, ভ্যাকসিন নিয়ে রাশিয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া স্বেচ্ছাসেবকদের

Date:

ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছে রাশিয়া। স্পুটনিক ভি ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল চলছিল। কিন্তু প্রতি ৭ জনের মধ্যে ১ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সে দেশের সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

গত ১১ অগাস্ট ভ্যাকসিন আবিষ্কার কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের মধ্যে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে প্রথম স্থান প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু নতুন বিপদ ডেকে আনল পার্শ্ব প্রতিক্রিয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো জানিয়েছেন ভ্যাকসিন প্রয়োগ করা প্রতি ৭ জনের মধ্যে ১ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের দেহে দুর্বলতা, পেশিতে ব্যথা, মাঝেমাঝে জ্বর আসার মতো সমস্যা ঘটেছে। তবে সেই সমস্যা কারোর ক্ষেত্রে বেশিদিন স্থায়ী হয়নি।

চতুর্থ দফার ট্রায়াল শুরু হওয়ার পরই এই সমস্যার কথা জানালেন বিজ্ঞানীরা। ভ্লাদিমির পুতিন ভ্যাকসিন ঘোষণা করার পর থেকেই, এর কার্যকারিতা নিয়ে বিতর্ক তৈরি হয় বিশ্বজুড়ে। বিশেষজ্ঞদের প্রশ্ন, প্রথম পর্যায়ে মাত্র ৭৬ জনের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করেই কীভাবে ভ্যাকসিন নিয়ে আসার কথা বলছে রাশিয়া? তবে শুধুমাত্র আন্তর্জাতিক মহলে নয় রাশিয়ার অন্দরেও এই নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। রাশিয়ার অভিজ্ঞ ডাক্তার এবং এথিক্স কাউন্সিলের অন্যতম প্রধান ডক্টর আলেক্সান্ডার এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

রাশিয়া আগেই জানিয়েছিল, জানুয়ারি মাসের আগে গণ টিকাকরণ সম্ভব নয়। তবে চলতি মাসেই গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে বিবৃতি জারি করে। যেখানে বলা হয় স্পুটনিক ভি ভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। তারা দাবি করে, প্রথম দুই পর্বের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, টিকাকরণের জন্য মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয় বলে জানানো হয়। দাবি করা হয়, টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করে।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিনের লক্ষাধিক ডোজ বিনামূল্যে ঢাকাকে দেবে বেজিং!

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version