Wednesday, November 12, 2025

কোভিড সারিয়ে সুস্থতার মাপকাঠিতে বিশ্বে প্রথম স্থানে ভারত

Date:

স্বস্তির খবর। কোভিড সংক্রমণের সংখ্যায় রেকর্ড গড়লেও সুস্থতার হারেও বিশ্বে রেকর্ড করেছে ভারত। আমেরিকা সহ বিশ্বের সব দেশকে পিছনে ফেলে সবচেয়ে বেশি কোভিড অাক্রান্ত সুস্থ হয়েছেন এই ভারতেই। সুস্থতার হার এখন প্রায় ৮০ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লক্ষের বেশি মানুষ। একইসঙ্গে আরেকটি তথ্যও কিছুটা স্বস্তি দিচ্ছে। তা হল, ভারতে কোভিডে মৃত্যুর হার কমে এখন ১.৬১ শতাংশ, যা বিশ্বের বহু দেশের তুলনায় অনেক কম। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

এদিন ট্যুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, সুস্থতার সংখ্যায় বিশ্বে এই মুহূর্তে এক নম্বর স্থানে রয়েছে ভারত। এই সংখ্যা ছাপিয়ে গিয়েছে আমেরিকাকেও। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা এখন ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ বলে জানা গিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্রুত এই ভাইরাসকে চিহ্নিত করার জন্য টেস্টিং এবং ট্র্যাকিং-এর সংখ্যা প্রচুর বাড়ার ফলেই এই ইতিবাচক পরিস্থিতি তৈরি করা সম্ভব হয়েছে।

এদিকে, গোটা দেশে শনিবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ লক্ষ ৮ হাজার ১৫ জন। এর মধ্যে করোনা অ্যাক্টিভ কেস ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৪টি। শনিবার সকাল পর্যন্ত ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ হাজার ৬১৯। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।

আরও পড়ুন- অপরাধ রুখতে কামরায় সিসি ক্যামেরা, মহামারি অবহেই অত্যাধুনিক লোকাল ট্রেন শিয়ালদহে

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version