Thursday, August 21, 2025

সুলভে কোভিড অ্যান্টিবডি পরীক্ষার ব্যবস্থা জে এন রায় হাসপাতালে

Date:

Share post:

করোনার প্রকোপ খুব একটা কমেনি। কিন্তু নিউ নর্মালে কাজে ফিরতে হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা সেটা জানতে চাইছেন অনেকেই। কোভিডের অ্যান্টিবডি টেস্টের খরচ অন্যান্য জায়গায় বারোশো টাকা থেকে শুরু। এই কারণে ইচ্ছে থাকলেও অনেকের উপায় হয় না। সে কথা মাথায় রেখেই সুলভে- মাত্র ৫০০ টাকায় অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করল মানিকতলার জে এন রায় হাসপাতাল।
প্রতিষ্ঠিত ল্যাবরেটরির মাধ্যমে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাসপাতাল চত্বরে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সমাজসেবী তথা তৃণমূল নেতা সজল ঘোষ জানান, অ্যান্টিবডি পরীক্ষার ফলে জানা যাবে কত জনের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। বোঝা যাবে কত দ্রুত নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ।
একইসঙ্গে তিনি বলেন, যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের যেমন করোনা সংক্রমণের সম্ভাবনা থাকছে না। একই সঙ্গে তাঁরা প্লাজমা দান করতে পারবেন। কোভিডের চিকিৎসায় প্লাজমার ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেক চিকিৎসক। সেক্ষেত্রে তাঁদের প্লাজমায় হয়তো উপকৃত হবেন করোনা আক্রান্ত রোগী।
বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজে হাত বাড়িয়ে দিয়েছে জে এন রায় হাসপাতাল। এবারও তার ব্যতিক্রম হল না। সবার জন্য সুলভে অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করল তারা।

আরও পড়ুন-দেখুন! নিজের আর স্ত্রীর কবর নিজেই কেটে রেখেছেন পীরজাদা

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...