Sunday, August 24, 2025

থালা নিয়ে তরজায় নিশানা ফের জয়া, প্রতিবাদ ‘শক্তিমান’ ও রণবীরের

Date:

কঙ্গনা থেকে অভিনেতা-সাংসদ রবি কিষাণ বলিউডের মাদক নিয়ে সরব হওয়ায়, মুখ খুলেছিলেন জয়া বচ্চন। এবার থালা নিয়েই বচ্চন পরিবারের কর্ত্রীকে কটাক্ষ করলেন শক্তিমান মুকেশ খান্না। সরব হলেন অভিনেতা রণবীর সোরেও।

বলিউডের ফার্স্ট লেডি তথা সমাজবাদী পার্টি নেত্রী বিজেপি সাংসদ রবি কিষাণকে কটাক্ষ করেছিলেন, “যে থালায় খাচ্ছ সেই থালায় ফুটো করছো”।ব্যাঙ্গ করেছিলেন, ভোজপুরি অভিনেতা রবি কিষণকে। ক্ষুব্ধ রাজনীতিক রবি কিষণও চ্যালেঞ্জ করেছিলেন, “যে থালায় মাদক দেওয়া হয়, তা আমি ছেদ করবই”।

থালা তরজাতেই সরগরম মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। এ প্রসঙ্গে জয়ার পাশে দাঁড়িয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। তবে এবার জয়া বচ্চনের বিরুদ্ধে মুখ খুললেন শক্তিমান মুকেশ খান্না। ক্ষুব্ধ অভিনেতার বক্তব্য, “এটাতো অদ্ভুত ব্যাপার। ‌তদন্ত নিয়ে কারও মনে ক্ষোভ থাকলে সে প্রকাশ করতে পারবে না। কেউ বলতে পারবে না কোনটা ঠিক কোনটা ভুল”। শক্তিমানের সাফ কথা,  “এখানে আমাদের কেউ খাবার সাজিয়ে দেয় না। কঠোর পরিশ্রম করে খাবার জোগাড় করতে হয়”।

আরও পড়ুন : সংসদ অধিবেশনে পর্ণ, হাতেনাতে ধরা পড়লেন থাই সাংসদ

মাদক ও জয়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। সে জন্য তাঁকে প্রবল বিতর্কের মুখে পড়তে হয়। থালা নিয়ে জয়ার বক্তব্য যে ভুলই এবার তা জানিয়ে সরব হয়েছেন অভিনেতা রণবীর সোরেও।তিনি বলেছেন, “ জয়া বচ্চন থালি সাজান বচ্চন পরিবারের জন্য। তাঁদের ছেলেমেয়েদর জন্য। আমাদের জন্য পড়ে থাকে শুধু টুকরোই। আমাদের টিফিন আমরা নিজেরাই গোছাই। কেউ আমাদের কিছু দেয় না। আর ওঁর সুযোগ থাকলে সমস্তটাই বচ্চন পরিবারকে দেবেন”।

এ নিয়ে বর্তমানে দ্বিধাবিভক্ত বলি মহল। মূলত সেলেব-কিডরা জয়ার দিকে থাকলেও, বাইরে থেকে এসে খেটে জায়গা করা অভিনেতা- অভিনেত্রীদের সাফ কথা, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম আছেই। তাঁদের থালা সাজিয়ে দেওয়া হয়নি।যেটেকু পেয়েছেন সেটা খেটেই।

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...
Exit mobile version