আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ-কেরল থেকে ৯ জনকে গ্রেফতার করল NIA

আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ-কেরল থেকে ৯ জনকে পাকড়াও করল এনআইএ। জানা গিয়েছে, এ রাজ্যে বসেই দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষছিল তারা।শনিবারে ভোরের অভিযানের পর জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এমনই তথ্য পেয়েছে । তারপরেই অভিযানে নেমে কেরল ও এ রাজ্য থেকে মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে ।

এনআইএ সূত্রে জানানো হয়েছে , আজ সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ।  ধৃতদের সঙ্গে পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে। এনআইএ সূত্রে দাবি, ওই জঙ্গিরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক করেছিল ।  ধৃতদের থেকে জেহাদি নথি, অস্ত্র ও বিস্ফোরক বানানোর নথি উদ্ধার হয়েছে।এনআইএ জানিয়েছে, কেরল ও পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আল কায়দার আন্তঃরাজ্য মডিউলের কথা জানতে পারে এনআইএ।এই গোষ্ঠী লোকজনকে হত্যা করতে ও সন্ত্রাস ছড়াতে  ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার ছক কষছিল।

এদেরকে আজই পুলিশি হেফাজতের জন্য কোর্টে তোলা হবে।

Previous articleসংসদ অধিবেশনে পর্ণ, হাতেনাতে ধরা পড়লেন থাই সাংসদ
Next articleথালা নিয়ে তরজায় নিশানা ফের জয়া, প্রতিবাদ ‘শক্তিমান’ ও রণবীরের