Saturday, August 23, 2025

সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

Date:

সাদা কালোর দিন শেষ। এবার নতুন ভোটারদের জন্য আনা হচ্ছে রঙিন সচিত্র ভোটার পরিচয়পত্র। যা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো শক্তপোক্ত হবে। জানা গিয়েছে, নতুন এই ভোটার কার্ড পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করা হয়েছে। ফলে সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন ভোটার কার্ড বিলি করার কাজ। পূর্ব বর্ধমানে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার নতুন ভোটাররা এই কার্ড পেয়েছেন। এপিক নম্বর এর পাশাপাশি নতুন কার্ডে থাকবে ১০ সংখ্যার একটি আইডি নম্বর এবং বারকোড। বারকোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে পাওয়া যাবে সব তথ্য। জানা গিয়েছে, এই কার্ডে এমন একটি নম্বর রয়েছে যা খালি চোখে দেখা যায় না। নির্বাচন কমিশনের আধিকারিকরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই নম্বর দেখতে পাবেন।

এই রঙিন কার্ড কি শুধুই নতুন ভোটারদের জন্য? নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, ২৫ টাকার বিনিময়ে নতুন ভোটার কার্ড দেওয়ার এক ব্যবস্থার কথা ভাবা হয়েছিল। কিন্তু এ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কমিশন। তাই আপাতত নতুন ভোটারদের জন্যই রঙিন কার্ড দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যাদের পুরনো কার্ড রয়েছে সেই কার্ড ব্যবহার করা যাবে। সেই কার্ড দিয়েও ভোট দেওয়া যাবে।

আরও পড়ুন- সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version