Wednesday, November 12, 2025

সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

Date:

সাদা কালোর দিন শেষ। এবার নতুন ভোটারদের জন্য আনা হচ্ছে রঙিন সচিত্র ভোটার পরিচয়পত্র। যা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো শক্তপোক্ত হবে। জানা গিয়েছে, নতুন এই ভোটার কার্ড পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করা হয়েছে। ফলে সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন ভোটার কার্ড বিলি করার কাজ। পূর্ব বর্ধমানে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার নতুন ভোটাররা এই কার্ড পেয়েছেন। এপিক নম্বর এর পাশাপাশি নতুন কার্ডে থাকবে ১০ সংখ্যার একটি আইডি নম্বর এবং বারকোড। বারকোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে পাওয়া যাবে সব তথ্য। জানা গিয়েছে, এই কার্ডে এমন একটি নম্বর রয়েছে যা খালি চোখে দেখা যায় না। নির্বাচন কমিশনের আধিকারিকরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই নম্বর দেখতে পাবেন।

এই রঙিন কার্ড কি শুধুই নতুন ভোটারদের জন্য? নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, ২৫ টাকার বিনিময়ে নতুন ভোটার কার্ড দেওয়ার এক ব্যবস্থার কথা ভাবা হয়েছিল। কিন্তু এ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কমিশন। তাই আপাতত নতুন ভোটারদের জন্যই রঙিন কার্ড দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যাদের পুরনো কার্ড রয়েছে সেই কার্ড ব্যবহার করা যাবে। সেই কার্ড দিয়েও ভোট দেওয়া যাবে।

আরও পড়ুন- সাদা কালোর জমানা কাটিয়ে এবার বারকোড যুক্ত রঙিন ভোটার পরিচয়পত্র বিলি রাজ্যে

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version