র্যাপার হিসেবে সারা বিশ্বে জনপ্রিয় তিনি। কিন্তু র্যাপার কেইন ওয়েস্টের কাণ্ড দেখে অবাক বিশ্ববাসী। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন কেইন। সেই ভিডিও ভাইরাল হতে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কেইনের এই কীর্তিতে ক্ষুব্ধ তাঁর অনুরাগীরাও।

ভিডিওতে দেখা যাচ্ছে বাথরুমের কমোডের মধ্যে একটি গ্র্যামি অ্যাওয়ার্ড ফেলা হয়েছে। এক ব্যক্তি ওই পুরস্কারের উপর প্রস্রাব করছেন। এই ভিডিও শেয়ার করে জনপ্রিয় র্যাপার কেইন লেখেন, “বিশ্বাস করুন, আমি কিছুতেই নিজেকে আটকাতে পারলাম না।” এই পোস্টের পর তিনি আরও একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “বিশ্বাস করুন আমি থামবো না। আমি সব সত্যি সামনে আনব।” যদিও এই ভিডিওতে যে ব্যক্তি প্রস্রাব করছেন তিনি কেইনই কিনা তা এখনও স্পষ্ট নয়। ভিডিওতে কারোর মুখ দেখা যায়নি। ওই ভিডিও কেইন শেয়ার করার পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুন- বিজেপি কর্মীদের খুন করতেই বাংলায় জঙ্গিদের রমরমা! বিস্ফোরক দিলীপ
