Friday, August 22, 2025

ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত অর্জুন সিং

Date:

Share post:

শেষরক্ষা হলো না৷

ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন ব্যারাকপুরের সাংসদ
অর্জুন সিং। কিছুদিন আগেই ওই ব্যাঙ্কের একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে এই সাংসদের। বিজেপি সাংসদের উদ্বেগ বাড়িয়ে ১৩ কোটি টাকা ‘ভুয়ো’ অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
তাঁর বাড়িতেও একাধিকবার তল্লাশি হয়েছে। ওই একই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের এক আধিকারিক এবং ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে৷

এবার ভাটপাড়া- নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো অর্জুন সিং-কে। ব্যাঙ্কের চেয়ারম্যান পদের মোট ১২ ভোটের একটিও অর্জুন পাননি৷ ১২-০ ভোটে তিনি অপসারিত হলেন। এই ঘটনা তাঁর এবং বিজেপির কাছে অস্বস্তিকর বিষয় নিঃসন্দেহে৷

প্রসঙ্গত, বছর দুয়েক আগে ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্তে উঠে আসে, ২০১৮ সালের অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। অথচ সেই পুরো টাকাটাই চলে যায় অন্য অ্যাকাউন্টে। সেই ঘটনায় নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন CEO চন্দ্রনাথ ভট্টাচার্যের। এরপর চন্দ্রনাথ ভট্টাচার্য ও খড়দার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ওই মামলায় নাম ওঠে অর্জুন সিংয়ের। বারবারই সাংসদ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷ তাতে তাঁর অস্বস্তি এতটুকুও কাটেনি। এবার চেয়ারম্যান পদ থেকেও অপসারিত হলেন তিনি।

আরও পড়ুন- অনুরাগকে গ্রেফতারির আর্জি জানিয়ে মোদির দ্বারস্থ পায়েল, পাল্টা জবাব পরিচালকের

spot_img

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...