মুর্শিদাবাদে ১৮ আসনে কংগ্রেস, বাকি ৪ আসন সিপিএমের, জল্পনা জেলাজুড়ে

একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস -বাম জোট মুর্শিদাবাদে আসন সমঝোতার প্রাথমিক রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে৷ তবে এই আসন বন্টন প্রয়োজনে রদবদল হতে পারে৷

জেলার দুই শিবিরেই জল্পনা, মুর্শিদাবাদের মোট ২২টি বিধানসভা আসনের মধ্যে ১৮টিতে প্রার্থী দেবে কংগ্রেস, বাকি ৪ আসনে লড়বে বামেরা৷ জেলার জলঙ্গি, নবগ্রাম, ডোমকল এবং ভগবানগোলা, এই ৪ কেন্দ্রের বর্তমান বিধায়ক যথাক্রমে আবদুর রেজ্জাক, কানাইচন্দ্র মণ্ডল, প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান এবং মহসিন আলি, ৪ জনই সিপিএমের৷ এই চার আসনেই একুশের নির্বাচনে প্রার্থী দেবে সিপিএম-ই৷ বাকি ১৮ আসনে লড়বে কংগ্রেস ৷ জোট মজবুত করে ২০ আসনের দখল নেওয়ার টার্গেট বাম কংগ্রেস জোটের৷

আরও পড়ুন- ডেপুটি স্পিকারের উপর হামলা চরম লজ্জার, সরব কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা

Previous articleডেপুটি স্পিকারের উপর হামলা চরম লজ্জার, সরব কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা
Next articleরেলস্টেশনের আদলে নতুন মাদ্রাসার কাজ শুরু ফুরফুরায়