কৃষি বিল নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধী দলগুলি। এই তালিকায় আছে তৃণমূল, কংগ্রেস, আরজেডি, ডিএমকে, বাম এবং আকালি দল। এদিন কৃষি বিল নিয়ে সকাল থেকেই উত্তপ্ত হয় সংসদ। বিতর্কের মধ্যেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলি। বিতর্কিত এই কৃষি বিল নিয়ে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। বিরোধী বিক্ষোভে বন্ধ করে দিতে হয় রাজ্যসভার স্বাভাবিক কাজকর্ম। পরে সভা শুরু হলে ভোটাভুটিতে না গিয়ে ধ্বনি ভোটে পাশ হয় দুটি বিল।

রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এদিন এই বিতর্কিত কৃষি বিল নিয়ে বিজেপির সঙ্গ দেওয়া বিজেডি এবং টিআরএসও এর বিরোধিতা করে। বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেয়। কিন্তু কোনও কিছুরই তোয়াক্কা না করে এদিন পাশ করানো হয় এই বিল। বিলের বিরোধিতা করে ৯ নম্বর জাতীয় সড়ক সহ দিল্লি হরিয়ানার একাধিক রাস্তায় বিক্ষোভ দেখান কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ ১৭টি কৃষক সংগঠন পথ অবরোধ করেন। শুধু দিল্লি-হরিয়ানাতেই ১০০টি জায়াগায় পথ অবরোধ করা হয়। এই অবস্থায় কৃষক-বিরোধী এই বিলের বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধীরা।