মহামারি আবহে শর্তসাপেক্ষে সোমবার থেকে খুলছে বেশ কয়েকটি রাজ্যের স্কুল। প্রায় ৬ মাস বন্ধ স্কুলের পঠন পাঠন। আনলক-৪ এর নির্দেশিকা এবং স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে স্কুল খুলতে বলেছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলছে স্কুল। সব নিয়ম মেনেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহারের মতো রাজ্য এই আংশিক ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ভাবে ১৫ দিনের জন্য এই পদ্ধতিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। পঠনপাঠন শুরু হচ্ছে হরিয়ানা, জম্মু-কাশ্মীর, কর্নাটক, পা ক্লাস শুরু হচ্ছে কিছু স্কুলে।

যদিও এরাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুলের পঠন পাঠন। আপাতত স্কুল বন্ধ রাখার পথে হাঁটছে দিল্লি, গুজরাত, কেরল, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্য সরকারও। মূলত লেখাপড়ার ক্ষেত্রে কোনও বিভ্রান্তি বা সমস্যা থাকলে তা দূর করার জন্যই স্কুল চালু করার ভাবনা কেন্দ্রের।আনলক-৪ এর এবং স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা উল্লেখ করা হয়েছিল, কোনও পড়ুয়া স্কুলে এলে সঙ্গে রাখতে হবে অভিভাবকের অনুমতি পত্র। এ ছাড়াও একাধিক স্বাস্থ্যবিধির কথা বলেছে কেন্দ্রীয় সরকার।


কেন্দ্রের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে-

১.শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলের প্রধান গেটের থার্মাল গান রাখার ব্যবস্থা করতে হবে। স্কুলে প্রবেশ এবং স্কুল চত্বরে থাকার সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।


২. স্কুল খোলার আগে সব ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি-সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারও স্যানিটাইজ করতে হবে।হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৩. কোনও স্কুল কনটেইনমেন্ট জোন এর মধ্যে হলে, তা খোলা রাখা যাবে না।

৪. শিক্ষক এবং ছাত্রের হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি অনলাইন পঠনপাঠন চালু থাকবে।

৫. স্কুলের ক্যান্টিন তা আপাতত বন্ধ রাখতে হবে। জমায়েত এড়াতে খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় বন্ধ রাখতে হবে।

৬. দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, সিঁড়ির রেলিং, বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হবে।

আরও পড়ুন- টানা বৈঠকে উত্তরবঙ্গে দলকে চালকের আসনে বসানোর পথের হদিশ দিলেন পিকে
