এবার রাফাল যুদ্ধবিমান ওড়াবেন বায়ুসেনার মহিলা ফাইটার পাইলট। এমনই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

ভারতীয় বায়ুসেনার ১৭ স্কোয়াড্রনে পুরুষ ফাইটার পাইলটদের সঙ্গে দেশের বায়ুসীমা রক্ষায় নিয়োগ করা হচ্ছে এক মহিলা পাইলটকেও। এর জন্য ওই মহিলা পাইলটের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, বর্তমানে বায়ুসেনায় রয়েছেন ১০ ফাইটার মহিলা ফাইটার পাইলট। ১৮ জন মহিলা নেভিগেটরও রয়েছেন৷ এখন ভারতীয় বায়ুসেনায় মোট ১৮৭৫ জন মহিলা অফিসার রয়েছেন৷

২০১৮ সালে প্রথম যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাস গড়ে ছিলেন অবনী চতুর্বেদী। উড়িয়েছেন মিগ-২১। ২০১৬ সালে প্রথমবার তিন জন মহিলা ফ্লাইং অফিসারের নাম ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা৷ ওই তিনজন মহিলা ফ্লাইং অফিসারের নাম হলো, অবনী চতুর্বেদী, ভাওয়ানা কান্থ এবং মোহনা সিং৷

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচটি রাফাল। ভারতীয় বায়ুসেনার নয়া যুদ্ধবিমানকে জলকামানের মাধ্যমে স্যালুট জানানো হয়। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে সর্ব ধর্ম পুজোর মধ্যে দিয়ে ধুমধাম করে এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। ২৩ বছর পর বিদেশ থেকে যুদ্ধবিমান কিনেছে ভারত। ৩৬টি রাফাল কেনা হয়েছে ৫৯ হাজার কোটি টাকা খরচে।
আরও পড়ুন : ভারতীয় নৌসেনার ইতিহাসে এই প্রথম! যুদ্ধজাহাজে নিযুক্ত ২ মহিলা অফিসার
