কৃষি বিল নিয়ে উত্তাল রাজ্যসভা, রাজনৈতিক মহল। তৃণমূলের দুই সাংসদ সহ ৮ সাংসদের সাসপেনশনের ক্ষুব্ধ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে যুব তৃণমূল সভাপতি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেছেন, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

ঘটনার পরেই ট্যুইটে মুখ্যমন্ত্রী তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আজ ৮ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এটা শুধু যে দুর্ভাগ্যজনক ঘটনা তাই নয়, কেন্দ্রীয় সরকার আসলে দেশজুড়ে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে। গণতন্ত্রের কোনও রীতিনীতি এরা মানে না। কিন্তু এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না। যেভাবে রবিবার সংসদের মধ্যে বিরোধী কণ্ঠস্বরের টুঁটি টিপে ধরেছে কেন্দ্রীয় সরকার, তা ‘তানাশাহি’ ছাড়া আর অন্য কিছু নয়। সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদ থেকে রাস্তায় ছড়িয়ে পড়বে। মানুষ এই অন্যায় মেনে নেবে না।


Suspension of the 8 MPs who fought to protect farmers interests is unfortunate & reflective of this autocratic Govt’s mindset that doesn’t respect democratic norms & principles. We won't bow down & we'll fight this fascist Govt in Parliament & on the streets.#BJPKilledDemocracy
— Mamata Banerjee (@MamataOfficial) September 21, 2020
ট্যুইটারে সরব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, সংসদীয় ব্যবস্থা এবং রীতিনীতিকে খুন করছে নরেন্দ্র মোদি সরকার। বিল পাশ করাতে গিয়ে সংসদীয় নিয়ম কানুনের দফারফা করা হয়েছে। সাংসদদের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে এই সরকার। এক কথায় গণতন্ত্রের হত্যাকারী এই বিজেপি সরকার। বিজেপি কিলড ডেমোক্রেসি।

What happened in Rajya Sabha is an absolute contempt of Parliamentary proceedings. "Pro-farmer" ordinances by @narendramodi Ji’s Govt are not just fundamentally flawed, but now the Centre is taking away the right to even vote upon them! All one can say is #BJPKilledDemocracy. https://t.co/ZXyGoxRNOf
— Abhishek Banerjee (@abhishekaitc) September 21, 2020
আর এই ঘটনা সে কথাই প্রমাণ করছে।


আরও পড়ুন-8 সাংসদের সাসপেন্ডের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন
