Saturday, August 23, 2025

বহুদিন পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন নৃত্যশিল্পী অভিনেত্রী ইন্দ্রানী দত্ত। একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন টলিউডে। প্রভাত রায় পরিচালিত ‘সেদিন চৈত্র মাস’ তাঁর অন্যতম জনপ্রিয় ছবি। একসময়ের জনপ্রিয় নায়িকা ইন্দ্রানী দত্তকে এবার দেখা যাবে টেলি-সিরিয়ালে। নতুন ধারাবাহিক ‘জীবন সাথী’-তে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন :করোনা পজিটিভ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা

এখন সারা বছরই নৃত্যশিল্পী নায়িকা ব্যস্ত থাকেন তার নাচের শো, স্কুল নিয়ে। ছাত্র-ছাত্রীদের নিয়ে দেশ-বিদেশে শো করেন তিনি। তবে লকডাউন এর জেরে আপাতত সে সব বন্ধ।
সে কারণেই কিনা জানা নেই তবে আপাতত টেলি সিরিয়ালে ইন্দ্রানী দত্ত হতে চলেছেন আপনার সঙ্গী। ‘জীবন সাথী’ নামে একটি ধারাবাহিক আসছে। প্রকাশ এসেছে তার প্রোমো। তাতেই দেখা গিয়েছে ইন্দ্রানী দত্তকে একটি বস্ত্র বিপণির মালকিন হিসেবে।

চরিত্রটি পুরোপুরি খলনায়িকার কিনা জানা নেই। কবে শোনা যাচ্ছে চরিত্রটি বেশ অন্যরকম।  আট ও নয়ের দশকে ইন্দ্রানী দত্ত টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছে। ‘পাপী’ ‘তুফান’ ‘সেদিন চৈত্র মাস’ ‘লড়াই’-সহ একাধিক ছবিতে তাকে দেখা গিয়েছে।নন্দিতা ও শিবপ্রসাদের বেলা শুরুতেও অভিনয় করেছেন ইন্দ্রানী। ২০১৯ সালে শান্তনু ঘোষের ‘কলকাতায় কোহিনুর’ ছবিতে অভিনয় করেছেন নায়িকা।

করেছেন হঠাত্ বৃষ্টি-সহ বহু টেলিফিল্ম। ডান্স রিয়েলিটি শোয়ের জাজ হিসাবেও তাকে দেখা গিয়েছে।সীমারেখা, লৌহ কপাট ধারাবাহিকেও একসময় অভিনয় করেছিলেন তিনি। এবার তাকে দেখা যাবে ‘জীবন সাথী’-তে। খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে এই ধারাবাহিকটি। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন কর্মকার, শ্রাবণী ভুঁইঞা, পল্লবী শর্মা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version