Thursday, August 28, 2025

Big Breaking: স্নাতক-স্নাতকোত্তর স্তরের শিক্ষাবর্ষ শুরু হবে ১ নভেম্বর থেকে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

মহামারি আবহে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস। মঙ্গলবার একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। টুইট করে তিনি জানিয়েছেন, শিক্ষাবর্ষ নিয়ে কমিটি তৈরি করেছিল ইউজিসি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছ কেন্দ্র। নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ ৯ মাসের মধ্যে শেষ হবে। ইতিমধ্যেই ক্যালেন্ডার প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এদিন টুইট করে ক্যালেন্ডার প্রকাশ করেন তিনি। যেখানে বলা হয়েছে-

১. ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

২. ১ নভেম্বর স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে।

৩. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ মার্চ ২০২১ থেকে ৭ মার্চ ২০২১ পর্যন্ত।

৪. ৮ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে প্রথম সেমিস্টার হবে।

৫. পরীক্ষা শেষে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

৬. পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হবে ৫ এপ্রিলে।

৭. পরীক্ষা প্রস্তুতির জন্য ছুটি ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত।

৮. ৯ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার হবে।

৯. পরীক্ষা শেষে ২২ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত ছুটি থাকবে।

১০. এই ব্যাচের পরবর্তী ক্লাস শুরু হবে ৩০ অগাস্ট ২০২১ তারিখে।

এদিন টুইট করে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা আর্থিক টানাপোড়েনের মধ্যে আছেন। তাই তাঁদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর ছেড়ে দিলে, পুরো টাকা ফেরত পাবেন। ছাত্রছাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন পড়ুয়ারা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।’’

আরও পড়ুন : বিরোধীরা মেরেই ফেলত হরিবংশকে, এ কী বললেন গিরিরাজ!

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version