সাত রাজ্যের সঙ্গে কাল ফের করোনা- বৈঠক প্রধানমন্ত্রীর

আগামীকাল বুধবার সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ভার্চুয়াল বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সাত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীরা৷ যে সাত রাজ্যে এখনও করোনার প্রকোপ সবচেয়ে বেশি, সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন মোদি৷ এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক। সুস্থতার হার ৮০ শতাংশ হলেও সংক্রমণ এখনও প্রবলভাবে উর্ধমুখী। তাই পরিস্থিতি সামলাতে রাজ্যগুলির মতামত নেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-সার্বিক সংস্কার ছাড়া আত্মবিশ্বাসের সঙ্কটের মুখে রাষ্ট্রসংঘ: মোদি

Previous articleবিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী আশালতা
Next articleবাঙালিকে মাছ খাইয়ে মুনাফা তুলছে রেল