Tuesday, August 26, 2025

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব ভেন্টিলেটরে, অবস্থা আশঙ্কাজনক

Date:

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী, JD(U)-র প্রাক্তন নেতা, লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদব গুরুতর অসুস্থ। ৭৫ বছর বয়সের প্রবীণ এই রাজনীতিকের রবিবার থেকে প্রবল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। চিকিত্‍‌সকদের পরামর্শে তাঁকে ভেন্টিলটরে রাখতে হয়েছে। অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরেই দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন বিহারের প্রবীণ এই রাজনীতিক। ঠিক কোন কারণে শরদ যাদবের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে, তা হাসপাতালের তরফে জানানো হয়নি।

এদিকে জানা গিয়েছে, দিনকয়েক আগে, এই অসুস্থতার মধ্যেই JD(U) প্রধান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা হয়েছে শরদ যাদবের। শরদের অসুস্থতার খবর জেনে ফোন করেছিলেন নীতীশ’ই। এই ফোনালাপের পরই বিহারের প্রবীণ এই রাজনীতিককে ঘিরে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ফের JD(U)–তে ফিরতে পারেন শরদ যাদব। শরদ যাদব দীর্ঘ সময় বিহারের ক্ষমতাসীন JD(U)-র জাতীয় সভাপতি ছিলেন। পরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দলের জাতীয় সভাপতি নির্বাচিত হলে, শরদ যাদব JD(U) ছেড়ে ২০১৮ সালে ‘লোকতান্ত্রিক জনতা দল’ গঠন করেন।নীতীশ কুমারের মহাজোটের প্রকাশ্যে বিরোধিতা করার জন্যই ২০১৭ সালে তাঁকে রাজ্যসভার JD(U)-র দলনেতার পদ থেকে সরিয়েও দেওয়া হয়।
শরদ যাদব লোকসভায় সাত বার এবং রাজ্যসভায় তিন বার নির্বাচিত হয়েছেন। অটলবিহারী বাজপেয়ীর সরকারের খাদ্য ও উপভোক্তা মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।

বিহারে নির্বাচনের আগে রাজ্যের একাধিক সমস্যা নিয়ে জর্জরিত নীতীশ কুমার। এই সময় পুরনো বিশ্বস্ত সৈনিক যদি JD(U)–তে প্রত্যাবর্তন করেন, তা হলে রাজনৈতিক দিক থেকে লাভবানই হবেন নীতীশ।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version