পুজোর আগে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

আসন্ন দুর্গাপুজোয় শুধু পুজো কমিটিগুলির জন্যই মুখ্যমন্ত্রী সুখবর শোনালেন তাই নয়, বেতন বৃদ্ধি করে মুখে হাসি ফোটালেন আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে প্রশাসন ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতন এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে লকডাউনে ট্রেন-সহ যান চলাচল বন্ধ। বন্ধ ছিল ফুটপাথের দোকানও। ফলে আর্থিক সংকটের মুখে পড়েন হকাররা। তাঁদের আর্থিক পরিস্থিতির কথা ভেবে রাজ্যের ৮১ হাজার হকারকে পুজোর মাসে দুহাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- Big Breaking: রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি স্থগিত বোম্বে হাইকোর্টের

মুখ্যমন্ত্রী বলেন, আশাকর্মীরা এই পরিস্থিতিতে কোভিডযোদ্ধার মতো কাজ করছেন। কাজ করতে গিয়ে তাঁরা আক্রান্তও হয়ে পড়ছেন। সে কারণে তাঁদের আর্থিক দিকটা বিবেচনা করে দেখা হচ্ছে।
সিভিক ভলান্টিয়ারা অতিমারি পরিস্থিতিতে পুলিশে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। তাই তাঁদের বেতন হাজার টাকা বেতন বাড়িয়ে দেওয়া হল। এর পাশাপাশি, আইসিডিএস কর্মীদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করনে মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা, গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

Previous articleবর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা, গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী
Next articleBig Breaking: গোয়া থেকে মুম্বই পৌঁছলেন দীপিকা, শনিবার হাজিরা এনসিবি দফতরে