Monday, August 25, 2025

জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব- ধৃত তৃণমূল নেতার ‘হুমকিতে’ চাঞ্চল্য

Date:

“জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব। কলার ধরে টাকা আদায় করব”- গ্রেফতার হওয়ার পরেও হমকি গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের। যে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের ভয়ে বীরভূমে বাঘে-গরুতে এক ঘাটে জল খায় বলে প্রবাদ হয়ে গিয়েছে, তাঁকেই হুমকি তৃণমূল নেতা! শুধু তাই নয়, এই হুমকি দেওয়ার জন্যেই তাঁকে গ্রেফতার করেছে আউসগ্রাম থানার পুলিশ। গ্রেফতারের পর পুলিশের সামেনই ফের বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে হুমিক দেন নিত্যানন্দ।

আরও পড়ুন- ‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় মোদির পাশেই নাম শাহিনবাগের দাদি’র
ধৃত তৃণমূল নেতার অভিযোগ, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন রাজারহাটের ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। “তখন বলেছিল, নিতাইদা তিন-চার মাসের মধ্যে টাকাটা দিয়ে দেব। এখন বলছে টাকা দেব না। কী প্রমাণ আছে? আমার কাছে টাকা দেওয়ার সব প্রমাণ আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর কাছেও যাব- মন্তব্য নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের।
তিনি হুমকি দেন, “টাকা না দিলে গুলি করে মেরে দেব। যত বড় নেতা হোক টাকা নিয়েছে ওকে ফেরত দিতেই হবে। টাকা আদায় করেই ছাড়ব”। ইঁটাচান্দা গ্রামের বাসিন্দা শেখ সুজাউদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে গুসকরার স্কুল মোড় থেকে তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে আউসগ্রাম থানার পুলিশ।
তবে, কেষ্ট মণ্ডলকে আউসগ্রামের তৃণমূল নেতার হুমকি দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
তৃণমূল নেতা বলেন, “জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব। কলার ধরে টাকা আদায় করব। ও নিজেকে মুখ্যমন্ত্রীর ওপরে ভাবছে। লজ্জা থাকা উচিত।”
শুধু তাই নয়, কীভাবে অনুব্রত মণ্ডলের এত সম্পত্তি হল? কীভাবে তাঁর মেয়ের দুটো চাকরি পেলেন? এইসব নিয়েও প্রশ্ন তুলেছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version