Friday, November 14, 2025

মুসলমান পরিবারের সন্তান দুর্গাপুজো নিয়ে মেতেছেন? মীরকে নিশানা মৌলবাদীদের

Date:

নুসরাত জাহানের পরেই মীর আফসার আলি। এঁদের দুজনেই অভিনয় গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। মিল ঠিক সেখানে নয়, কারণ হল, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থেকেও মৌলবাদীদের হেনস্থার শিকার দুজনেই। আর এই কারণেই বোধহয় মীর আর নুসরতকে এক পংক্তিতে রাখতে হচ্ছে। ঘটনার সূত্রপাত সম্প্রতি একটি অ্যাড শুটের জন্য অসুর সেজেছিলেন মীর। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি। আর তারপরেই মৌলবাদীদের তির ছুটে আসে তাঁর থেকে।

বুধবার, বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মীর। জনপ্রিয় মীরের এই ছবি খুব সহজেই ভাইরাল হয়ে যায়। তা নজরে পড়ে মৌলবাদীদের। ছবির ক্যাপশনে মীর লিখেছিলেন “ধীরে ধীরে পুজোর মুডে ঢুকছে দেখো কে?” এই ক্যাপশনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন মৌলবাদীরা। একজন মুসলমান পরিবারের সন্তান দুর্গাপুজো নিয়ে মেতেছেন? এই প্রশ্ন তুলে শুরু হয় আক্রমণ। এমনকী তাঁর পরিবার নিয়েও নানা কুরুচিকর আক্রমণ করে মৌলবাদীরা।

আরও পড়ুন- কোভিড পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রী রফতানিতে বাংলাদেশের সাফল্য

মৌলবাদীদের এই আচরণের জবাবে কয়েক ঘণ্টার মধ্যে ফেজ টুপি পরা ছবিও পোস্ট করেন তিনি। সঙ্গে সম্প্রীতির বার্তা দিতে একটি কবিতাও লেখেন।

এই ঘটনায় অবশ্য অনেকেই মীরের পাশে দাঁড়িয়েছেন। মৌলবাদীদের কড়া ভাষায় জবাবও দিয়েছেন।
সাম্প্রতিককালে বারবার মৌলবাদীদের রোষের শিকার হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। সংসদে শাখা, সিঁদুর পরে শপথ নেওয়া থেকে রথের রশিতে টান- একই হেনস্থার শিকার হতে হয় নুসরতকে।
ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি, নানা ভাষার মানুষের বাস। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই এদেশের ঐতিহ্য। তাহলে কেন এই অসহিষ্ণুতা? ধর্মের নামে বিভেদের এই খেলার ক্রীড়ানক আসলে কারা? সেটা এবার খুঁজে দেখার সময় এসেছে।

আরও পড়ুন- ২১ বার চেষ্টা করেও আধার কার্ড মেলেনি, মামলা হলো মোদির বিরুদ্ধে

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version