Monday, November 17, 2025

শ্রম আইনে বহুপ্রতীক্ষিত সংস্কার হওয়ায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

Date:

শ্রম আইনে বহু প্রতীক্ষিত সংস্কার করার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত বিরোধীশূন্য সংসদে অনায়াসেই শ্রম আইন সংস্কার বিল পাশ করিয়েছে সরকার। মঙ্গলবার লোকসভা ও বুধবার রাজ্যসভায় পাশ হয় শিল্পে শ্রমিক- মালিক সম্পর্ক, সামাজিক সুরক্ষা এবং পেশাগত সুরক্ষা সম্পর্কিত তিনটি শ্রম বিল। এরপরই
টুইট করে এই সংস্কারকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- Breaking: বাংলা থেকেই ভোটার হতে চান কৈলাস বিজয়বর্গীয়?

শিল্প সংস্থাগুলির বহুদিনের দাবি মেনে শ্রম আইনের সংস্কার করেছে সরকার। প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, এইসব সংস্কার শ্রমিকদের সুস্থতা নিশ্চিত করবে এবং অর্থনৈতিক বৃদ্ধি ও বিকাশের পথ প্রশস্ত করবে। এই সংস্কারকে তিনি ন্যূনতম সরকার ও সর্বোচ্চ পরিষেবার উজ্জ্বল উদাহরণ হিসাবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, নতুন শ্রম আইন সর্বনিম্ন মজুরি ব্যবস্থাকে সর্বজনীন করে তুলবে এবং সময়মতো মজুরি প্রদান ও শ্রমিকদের পেশাগত সুরক্ষাকে অগ্রাধিকার দেবে। তাঁর মতে, এই সংস্কারের ফলে ভাল কাজের পরিবেশ তৈরি হবে এবং অর্থনৈতিক বিকাশের গতি ত্বরান্বিত হবে। সেইসঙ্গে, এই সংস্কার নির্ভয়ে ও নিশ্চিন্তে ব্যবসা করার পথ সুগম করবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি। কারণ ‘সম্মতি, লাল ফিতের বাধা, এবং ইন্সপেক্টর রাজ’-এর মতো বিষয়গুলির প্রভাব কমিয়ে উদ্যোগপতিদের সুবিধা করে দেওয়া হয়েছে। শ্রম আইনে সংস্কার শ্রমিক এবং শিল্প দুপক্ষেরই উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version