আইপিএল শুরু হতেই শহরে বেটিং চক্রের রমরমায় ধৃত ৯ , বাড়তি নজরদারি কলকাতা পুলিশের

আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে আইপিএলের মহারণ। এরই সঙ্গে কলকাতায় শুরু হয়েছে বেটিং। কলকাতা পুলিশের জালে আপাতত ৯ জন, উদ্ধার নগদ দেড় লক্ষ টাকা। আইপিএল চলাকলীন নিয়মিত এমন অভিযান চলবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন- ‘কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?’ মুখ খুললেন গাভাসকর
বৃহস্পতিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতায় ধরপাকড় চালায় পুলিশ। হদিশ মেলে বড়সড় বেটিং চক্রের। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ।
রাতেই কলকাতার বেশ কয়েকটি হোটেল ও বাড়িতে হানা দেন গোয়েন্দারা। পার্ক স্ট্রিট–সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে বেটিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১৭টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, তিনটি টিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি একটি গাড়ি–সহ নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
মুম্বই ও দেশের অন্যান্য বড়ো শহরের সঙ্গে এদের যোগাযোগ থাকতে পারে বলে অনুমান করছে গোয়েন্দা বিভাগ। মহামারির আবহের মধ্যেও এভাবে বেটিংচক্র মাথাচাড়া দেওয়ায় বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ ।

Previous articleনেটউড ওটিটি প্লাটফর্মে স্টার হান্ট, সুবর্ণ সুযোগ বিজয়ীদের
Next articleফের কাঁপল উত্তর ভারত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪