কলকাতায় আসছেন ছত্রধর মাহাতো। জানা গিয়েছে, আজ শুক্রবার NIA তলবে সাড়া দিয়ে কলকাতায় আসছেন তিনি।
তাঁকে NIA আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। বাম জমানার পুরনো কিছু মামলায় NIA তাঁকে তৃতীয়বারের জন্য ফের তলব করেছিল।

আরও পড়ুন- ‘বাঘবিধবা’ এবার ফ্লিপকার্ট, অ্যামাজনেও
শুক্রবার কলকাতায় NIA আদালতে হাজিরা দেওয়ার ছত্রধর মাহাতোর। ছত্রধর ছাড়াও আরও ১০ জন আদালতে হাজিরা দিতে আসবেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। এরপর শনিবার পর শালবনিতে ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করতে পারেন NIA আধিকারিকরা।

উল্লেখ্য, এর আগে দু’বার ছত্রধর মাহাতোকে জেরা করেছে NIA। গত ২৫ ও ২৬ অগাস্ট তাঁকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন হন। সেই খুনের ঘটনায় ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদ করছে NIA. এরপর ওই বছরই শেষেরদিকে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনাতেও ছত্রধর মাহাতোর নাম উঠে আসে। এই সব নিয়েই NIA তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।

