Wednesday, December 24, 2025

মীরদার কথায় আপনার মজা লাগে, হাসি পায়- হাসির তো ধর্ম নেই, তাই না?

Date:

Share post:

দেবী সাহা, সঞ্চালিকা

সেদিন শুটিং সেরে ফেরবার পথে গাড়িতে বসে যখন সারাদিন কী কী ছবি উঠল দেখছি, একটা ছবিতে চোখ আটকায় দুজনেরই। এটাকে কভার করলে কেমন হয়? পারফেক্ট অ্যালাইনমেন্ট! আর যেহেতু “পুজো মুড” শুরু। সুতরাং মীরদার এবং আমার কভারে তৎক্ষনাৎ সেই ছবি৷ এবং নিমেষেই “মীর আফসার আলি”র উপলব্ধি – এই ছবি দেখে ট্রোলারদের লালা ঝরবে। “একদিন মুহাম্মদ আর আয়েশা সাজুন দেখি আপনারা!” ধরনের কমেন্টে ভরবে এই ছবি! সুতরাং মীরদার ওয়ালে সেই ছবির কমেন্ট সেকশনে ঢোকবার সাহস হয়নি আমার। গতকাল মীরের অন্য একটা ছবিতেও ঘেন্না ঢেলেছে মৌলবাদীর দল। কারণ সেই, “পুজো মুড”। তাই ভাবলাম এটা বলা জরুরি –
শুটিংয়ে ওই যে জুতোটা দেখছেন মীরের পায়ে, ওটা পরে মীরের খুব অসুবিধে হচ্ছিল৷ পায়ে লাগছিল খুব। ওই যে মুগুরটা হাতে, ওটা বেজায় ভারী! মাথায় মুকুটটা, শিংদুটো এত বিকট বড় আর পলকা- একটু এদিক-ওদিক করলেই কিছুতে লেগে ভেঙে যেতে পারত। মুগুরে লেগে ভেঙে যাবার চান্স সবচেয়ে বেশি! কস্টিউমটা এত মোটা আর ভারী যে আমি বার তিনেক সত্যি সত্যি ত্রিশূলের খোঁচা দিয়েছি- বুঝতেই পারেনি। এসব পরে ঘণ্টার পর ঘণ্টা লম্ফঝম্প, অট্টহাসি – ফ্লোর মাতিয়ে রেখেছিল মীর ৷ গোঁফে ওপরের ঠোঁট ঢাকা – তাও সাবলীল উচ্চারণ, অনবদ্য অভিনয়! পাশে দাঁড়িয়ে কথা বলতে, অভিনয় করতে গিয়ে আমি কেঁচোর মত হয়ে গেছিলাম। আমার লাইনগুলোও ঠিক করে দিচ্ছিল আপনাদের মীর, আমার মীরদা। ওঃ না ভুল হয়ে গেল বোধ হয়। আপনাদের “মীর আফসার আলি”। নামেই পরিচয়। গোটা নামে আবার অন্যরকম পরিচয়। তাঁর পুজো মুডে ঢুকতে নেই। ঈদে বাবার সঙ্গে ছবিতে ” আমার আব্বা, আমার আল্লাহ্” ক্যাপশন দিতে নেই। অসুর সাজতে নেই। তাহলেই বিপদ। এক পৃথিবী ঘেন্না উপচে পড়বে মীরের ওয়ালে।
অথচ, আপনি মীরের ফ্যান। কেননা, মীর রোজ সাড়ে পাঁচটায় ওঠে, সাকুল্যে চার ঘন্টা ঘুমোয়। আর সারাদিন বিভিন্ন সময়ে কখনও গরমে ঘেমে, কখনও স্টুডিওর হাড় হিম এসিতে, জবড়জং কস্টিউমে একটুও হাঁপায় না। ঠিক কথাটা ঠিক সময় বলতে পারে, মজা করতে পারে। আপনারও মজা লাগে। হাসি পায়। হাসির তো ধর্ম নেই, তাই না? ভাল থাকবেন।
ভাল থাকুক Mir Afsar Ali


____
লেখিকা মীরের সঙ্গে ওই অ্যাড শুটে দেবী দুর্গার ভূমিকায় ছিলেন। দেবী সাহা একজন অত্যন্ত প্রতিষ্ঠ, পরিচিত অ্যাংকার এবং মডেল। দীর্ঘদিন সংবাদমাধ্যমের সঙ্গেও সংবাদ পাঠিকা এবং সঞ্চালিকা হিসেবে যুক্ত তিনি।

আরও পড়ুন- অনুমতি নেই, তাই বাংলাদেশে আটকে আছে অ্যান্টিজেন টেস্টের উদ্যোগ

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...