Saturday, August 23, 2025

‘কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?’ মুখ খুললেন গাভাসকর

Date:

“তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷” বিরাট-বিতর্কে অবশেষে মুখ খুললেন সুনীল গাভাসকর।

শুক্রবার সন্ধ্যায় গাভাসকার বলেছেন, ‘‘বিরাট কোহালির ব্যর্থতার জন্য আমি কখনই অনুষ্কাকে দোষ দিইনি৷ আমি বলেছি, ওই ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্কা বিরাটকে বল করছেন। বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি তো শুধু এটুকুই বলেছি। এর মধ্যে বিরাট কোহলির ব্যর্থতার জন্য অনুষ্কাকে কোথায় দায়ী করা হয়েছে? কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?”

বিরাট-বিতর্ক যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, সেটা বোঝার পরই নিজের বক্তব্য জানালেন গাভাসকর৷ তিনি বলেছেন, “আমি বরাবরই ট্যুরের সময়ে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-কে নিয়ে যাওয়ার পক্ষপাতী। আমি মনে করি, একজন সাধারণ মানুষ ৯টা-৫টা অফিস করার পরে যেমন বাড়িতে স্ত্রী-র কাছে ফেরেন, ক্রিকেটারদের ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের সময় কমেন্ট্রি বক্সে ছিলেন গাভাসকর৷ ওই ম্যাচে কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ ফেলেন। ব্যাট করতে নেমে করেন ১ রান। তখনই গাভাসকর বলেছিলেন, “লকডাউনের সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিওটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’

গাভাসকরের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করা শুরু হয়। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে উত্তর দেন
অনুষ্কা। তিনি লিখেছেন, ‘‘মিস্টার গাওস্কর, আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রী-কে দায়ী করার মতো ভাবনা কী করে আপনার মাথায় এল? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকাল সম্মানই করে এসেছেন।’’

এর পরই মুখ খুলে গাভাসকর জানালেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷

আরও পড়ুন- কড়া নিয়মে অনুষ্ঠানের অনুমতি দিন: ‘দিদি’কে আবেদন লোপামুদ্রার, সমর্থন শিল্পীমহলের

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version