মাদক মামলায় গ্রেফতার করণ জোহরের সংস্থার কর্মী ক্ষিতিজ প্রসাদ

মাদক মামলায় গ্রেফতার ধর্মা প্রোডাকশনের কর্মী ক্ষিতিজ প্রসাদ। এবার মাদকযোগে জড়িয়ে পড়ার সম্ভাবনা করণ জোহরের। মাদকযোগের তদন্তে নেমে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ক্ষিতিজকে সমন পাঠায় এনসিবি। শুক্রবার ক্ষিতিজকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে এনসিবি। গত ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর করণ জোহরের সংস্থার এক্সিকিউটিভ প্রডিউসারকে গ্রেফতার করল এনসিবি।

মাদকযোগের বিষয়ে বারবার উঠে এসেছে করণ জোহরের নাম। করণের পার্টিতে মাদকাসক্তদের ভিডিও আগেই ভাইরাল হয়েছে। করণের ধর্মা প্রোডাকশনের অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ধর্মা প্রোডাকশনের দেওয়া বিভিন্ন পার্টিতে কারা আমন্ত্রিত থাকত, কারা বেশি রাত অবধি থাকত, তার তালিকা তৈরি হয়েছে। এনসিবি সূত্রে খবর, মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ আছে ক্ষিতিজের। ক্ষিতিজের গ্রেফতারির পর এনসিবি-র নজরে করণের আসার রাস্তা পরিস্কার হলো।

আরও পড়ুন-এনসিবির জিজ্ঞাসাবাদে ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার

Previous articleBig Breaking: এনসিবির জিজ্ঞাসাবাদে ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার
Next articleবন্ধ নর্থব্রুক জুটমিল, মান্নানের নেতৃত্বে বিক্ষোভ ও পথ অবরোধ চাপদানিতে