Monday, January 12, 2026

আরও সস্তা সোনা, রুপো, মধ্যবিত্তের মুখে হাসি

Date:

Share post:

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে করোনা পরিস্থিতির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। স্পট গোল্ডের দামে পতন দেখা গিয়েছিল বৃহস্পতিবার। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কলকাতার বাজারে ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম ৪৯ হাজার টাকায় নেমে এসেছে। সোনার পাশাপাশি, একদিনে প্রতি কিলো রুপোর দাম কমেছে ২ হাজার টাকার বেশি।

গত ৪দিনে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ২,৫০০ টাকা সস্তা হয়েছে৷ বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬১৩ টাকা কমে ৪৯,৬৩৮ টাকা হয়ে গিয়েছে।

কলকাতা ও তার পার্শবর্তী এলাকার প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান। সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার বিকেলে ২৪ ক্যারেট খাঁটি সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫১ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবার বিকেলে তা কমে হয়েছে ৫০ হাজার ৪৫০ টাকা। বুধবার ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম গিনি সোনার দাম ছিল ৪৮ হাজার ৪৩০ টাকা। তা কমে হয়েছে ৪৭ হাজার ৮৬০ টাকা। আর ২২ ক্যারেট হলমার্ক গয়নার সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৯ হাজার ১৬০ টাকা থেকে কমে হয়েছে ৪৮ হাজার ৫৮০ টাকা।

সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। গত ২৩ সেপ্টেম্বর প্রতি কিলোগ্রাম রুপোর বারের দাম ছিল ৫৯ হাজার ৪২০ টাকা। এদিন তা কমে হয়েছে ৫৭ হাজার ১৮০ টাকা।

বর্তমানে সোনার দামের উপর সবচেয়ে বেশি মার্কিন ডলারের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে৷ এই সপ্তাহে মার্কিন ডলার অনেকটাই মজবুত হওয়ায় দাম কমেছে সোনার।

আরও পড়ুন-নেটউড ওটিটি প্লাটফর্মে স্টার হান্ট, সুবর্ণ সুযোগ বিজয়ীদের

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...