Friday, November 14, 2025

পুরুলিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রধান, উপ-প্রধানের! ঘাসফুলের দখলে পঞ্চায়েতও

Date:

নিজেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত পুরুলিয়ায় এবার ব্যাপক ভাঙন বিজেপিতে। বিজেপি পরিচালিত জয়পুর গ্রাম পঞ্চায়েত দখল করলো ঘাসফুল শিবির। বিজেপির প্রধান-উপপ্রধান-সহ পুরুলিয়ার একটি গ্রাম পঞ্চায়েতের মোট ১০জন সদস্য গেরুয়া ছেড়ে শাসক শিবিরে যোগ দিলেন। তাঁদের সঙ্গে ওই গ্রামের কমপক্ষে ৭০০টি পরিবারও বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন- রাজভবনের অন্দরে অর্থের টানাটানি! অতিরিক্ত ৫৩ লক্ষ দিতে পারবে না নবান্ন

বিজেপি ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও এদিনের এই যোগদান অনুষ্ঠানে ছিলেন আরও দুই কো-অর্ডিনেটর সুসেন চন্দ্র মাঝি, মীরা বাউরি, স্থানীয় বিধায়ক শক্তিপদ মাহাতো ও জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকরনারায়ণ সিংদেও।

প্রসঙ্গত, জয়পুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬টি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯টি আসন পেয়েছিল। এছাড়া তৃণমূল ২টি, নির্দল ৪টি ও কংগ্রেস ১টি পায়। বিজেপি পঞ্চায়েত গঠন করে। পঞ্চায়েত প্রধান অপর্ণা বাদ্যকর, উপপ্রধান হন মনোহর রাজোয়ার। তাঁরাই এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। সঙ্গে আরও ৮ সদস্য। ফলে বর্তমানে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। সেই জায়গায় বিজেপি কমে হল মাত্র ৩। নির্দলের আর কোনও সদস্য থাকল না।

তৃণমূলে যোগদানের পর তাঁরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাঁদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিজেপিতে থেকে কোনও কাজের সুযোগ পাচ্ছেন না তাঁরা। বরং, দুর্নীতিতে ভরে গিয়েছে বিজেপি দলটা। যাঁরা আদি বিজেপি তাঁরা সম্মান ও গুরুত্ব হারাচ্ছেন। অন্য দল থেকে আসা লোকেদের ই এখানে দাপট বেশি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version