Friday, August 29, 2025

জালিয়াতি রুখতে চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল আরবিআই

Date:

Share post:

চেকের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চেকে ৫০ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে নতুন পদ্ধতিতে যাচাই করা হবে। এই নতুন পদ্ধতিটি হল ‘পজিটিভ পে সিস্টেম’। যা ২০২১ সালের ১ জানুয়ারি থেকে লাগু হবে।

কী এই ‘পজিটিভ পে সিস্টেম’?

এই পদ্ধতিতে ৫০ হাজার বা তার বেশি টাকার চেক হলে সই ছাড়াও অন্যান্য তথ্য যাচাই করবে ব্যাঙ্ক। তবে গ্রাহক চাইলেই এই সুবিধা মিলবে। পাঁচ লক্ষ বা তার বেশি টাকার চেক হলে তবে এই পদ্ধতি বাধ্যতামূলক হতে পারে। ‘পজিটিভ পে সিস্টেম’ পদ্ধতিতে, কাউকে চেক দেওয়ার পরে প্রাপক সেটি ব্যাংকে জমা দিলেই পেমেন্ট পাবেন না। যিনি চেক দিয়েছেন তাঁকে ব্যাংকের চাহিদা মতো তথ্য দিতে হবে। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম–এর মাধ্যমে চেকের তারিখ, কার নামে দেওয়া হয়েছে, টাকার অঙ্ক–সহ একাধিক তথ্য জানাতে হবে। এই ব্যাপারে কোন রকম গরমিল পেলে ওই চেক আটকে দেওয়া হবে। আর যদি কোনরকম গরমিল না পাওয়া যায় তাহলে ওই চেকের টাকা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া–এর তরফে ব্যাংকগুলোকে ‘পজিটিভ পে সিস্টেম’–এর আওতায় আনা হবে। ২০২১ থেকে এই ব্যবস্থা চালু হলেও এখন থেকেই ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের এ ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছে আরবিআই। এর জন্য গ্রাহকদের এসএমএস পাঠিয়ে নতুন ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে। এছাড়াও ব্যাংকের সব শাখায় এই সংক্রান্ত সমস্ত নিয়ম লিখিত আকারে রাখতে হবে। এটিএম এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে বিষয়টি সম্পর্কে গ্রাহকদের সচেতন করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...