Saturday, August 23, 2025

কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন

Date:

কৃষি বিল নিয়ে উত্তাল গোটা দেশ। এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষক থেকে বিরোধী দলগুলি। সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করছেন চাষিরা। এবার কৃষকদের বিক্ষভের আঁচ এসে লাগল দিল্লির ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন চাষিরা। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লি ছাড়াও আন্দোলন চলছে উত্তর ভারত, পাঞ্জাব, হরিয়ানা সহ আরও বেশ কিছু রাজ্যে।

গতকাল অর্থাৎ রবিবার রাতে তিনটি কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে তিনটি বিল এখন আইনে পরিণত। ২০ সেপ্টেম্বর সংসদের উভয় কক্ষেই বিল পাশ হওয়ার পরেই এই বিলের বিরুদ্ধে উত্তাল হয় গোটা দেশ।

সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ ইন্ডিয়া গেটের সামনে ১৫-২০ জন কৃষকের একটি দল জড়ো হয়। সেখানে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন তাঁরা। কংগ্রেসের সমর্থনে বেশকিছুক্ষণ চলে প্রতিবাদ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাঞ্জাবে কৃষক আন্দোলনে যোগ দেবেন। এর পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও চলছে আন্দোলন। অমৃতসর-দিল্লি রেললাইনের উপর অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। পাঞ্জাবে আন্দোলনে নেমেছে এনডিএ-র প্রাক্তন জোট শরিক অকালি দলও।

গতকাল ‘মন কি বাত’ অনুষ্ঠানে কৃষিবিলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথায়, “এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। দামের তুলনামূলক বিচার করে নিজের ইচ্ছায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সহায়ক মূল্য পণ্য বিক্রির সুবিধা রয়েছে। যাঁরা সহজে ধরাশায়ী হন না, অতি বড় ঝঞ্ঝাতেও তাঁরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে সফল হন। আমাদের কৃষকরা এই আপ্তবাক্যের শ্রেষ্ঠ উদাহরণ।”

আরও পড়ুন-ভাইরাসের জেরে ক্ষতি হতে পারে হৃদযন্ত্র ও কিডনির, স্বাস্থ্যমন্ত্রীর কথায় নতুন আশঙ্কা

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version