Tuesday, May 20, 2025

যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ৩ এমবিএ প্রোগ্রামের সূচনা অ্যাডামাসের

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয় চালু হলো ৩ বিষয়ের এমবিএ প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিজনেস অ্যানালিটিকস, লজিস্টিকস এন্ড সাপ্লাই চেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট এই ৩ বিষয়ে কোর্স চালু করা হয়েছে। তিনটি প্রোগ্রামই ২ বছরের। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়তে গেলে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং ম্যাট বা ক্যাট বা জ্যাট উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন শিল্পোদ্যোগীদের সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রামগুলি চালু করা হয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সমন্বয় রেখে এই প্রোগ্রামগুলি চালু করা হয়েছে। সাপ্লাই চেনের ৮০ শতাংশ অসংগঠিত ক্ষেত্র। তা দ্রুত সংগঠিত ক্ষেত্র হিসেবে গড়ে উঠছে। এই নিয়ে নতুন প্রোগ্রাম চালু করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে বিজনেস ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিকসের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসএএসের সঙ্গে যৌথভাবে বিজনেস অ্যানালিটিকস প্রোগ্রাম চালু করছে বিশ্ববিদ্যালয়।

মহামারি আবহে চাকরির ক্ষেত্রে স্বাস্থ্য নতুন দিক খুলে দিচ্ছে। বিশেষত ফার্মাসিউটিক্যাল ক্ষেত্র। এই পরিস্থিতি কথা মাথায় রেখে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যালে এমবিএ প্রোগ্রাম চালু করতে চলেছে। যা থেকে পড়ুয়ারা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল বাজার সম্পর্কেও ধারণা তৈরি হবে তাদের।

এই বিষয়ে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শমিত রায় বলেন, “বিশ্ববিদ্যালয় সব রকম ভাবে পড়ুয়াদের উন্নতি চায়। তাই ক্লাস রুমের বাইরে হাতে কলমে শিক্ষার উপর জোর দেয়। এই ভাবে বর্তমান সময়ের জন্য উপযোগী করে তোলা হয় তাদের। শুধুমাত্র উন্নতমানের শিক্ষাদান করাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ নয়। প্রত্যেক পড়ুয়াকে সার্বিকভাবে একজন মানুষ হিসাবে গড়ে তোলাই লক্ষ্য।”

আরও পড়ুন: স্নাতক, স্নাতকোত্তর স্তরে পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার নির্দেশ রাজ্যের

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...