Friday, November 28, 2025

যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ৩ এমবিএ প্রোগ্রামের সূচনা অ্যাডামাসের

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয় চালু হলো ৩ বিষয়ের এমবিএ প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিজনেস অ্যানালিটিকস, লজিস্টিকস এন্ড সাপ্লাই চেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট এই ৩ বিষয়ে কোর্স চালু করা হয়েছে। তিনটি প্রোগ্রামই ২ বছরের। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়তে গেলে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং ম্যাট বা ক্যাট বা জ্যাট উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন শিল্পোদ্যোগীদের সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রামগুলি চালু করা হয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সমন্বয় রেখে এই প্রোগ্রামগুলি চালু করা হয়েছে। সাপ্লাই চেনের ৮০ শতাংশ অসংগঠিত ক্ষেত্র। তা দ্রুত সংগঠিত ক্ষেত্র হিসেবে গড়ে উঠছে। এই নিয়ে নতুন প্রোগ্রাম চালু করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে বিজনেস ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিকসের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসএএসের সঙ্গে যৌথভাবে বিজনেস অ্যানালিটিকস প্রোগ্রাম চালু করছে বিশ্ববিদ্যালয়।

মহামারি আবহে চাকরির ক্ষেত্রে স্বাস্থ্য নতুন দিক খুলে দিচ্ছে। বিশেষত ফার্মাসিউটিক্যাল ক্ষেত্র। এই পরিস্থিতি কথা মাথায় রেখে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যালে এমবিএ প্রোগ্রাম চালু করতে চলেছে। যা থেকে পড়ুয়ারা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল বাজার সম্পর্কেও ধারণা তৈরি হবে তাদের।

এই বিষয়ে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শমিত রায় বলেন, “বিশ্ববিদ্যালয় সব রকম ভাবে পড়ুয়াদের উন্নতি চায়। তাই ক্লাস রুমের বাইরে হাতে কলমে শিক্ষার উপর জোর দেয়। এই ভাবে বর্তমান সময়ের জন্য উপযোগী করে তোলা হয় তাদের। শুধুমাত্র উন্নতমানের শিক্ষাদান করাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ নয়। প্রত্যেক পড়ুয়াকে সার্বিকভাবে একজন মানুষ হিসাবে গড়ে তোলাই লক্ষ্য।”

আরও পড়ুন: স্নাতক, স্নাতকোত্তর স্তরে পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার নির্দেশ রাজ্যের

spot_img

Related articles

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...