বন্যার আশঙ্কায় বাংলো ছাড়ার নোটিশ পেলেন এন চন্দ্রবাবু নাইডু

হু হু করে বাড়ছে কৃষ্ণা নদীর জলস্তর। বন্যার আশঙ্কা অন্ধ্রপ্রদেশে। বন্যার এই বিপদ থেকে রক্ষা নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বন্যার আশঙ্কায় অমরাবতীর বাংলো ছাড়ার জন্য নোটিশ পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটে নোটিশ সেঁটে দিয়ে আসেন কৃষ্ণা জেলা প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন- সেমিফাইনাল নয়, একেবারে ফাইনাল: বাংলায় এখন কোনও উপনির্বাচন হচ্ছে না
জেলা ত্রাণ কমিশনার কান্না বাবু জানিয়েছেন, বিজয়ওয়াড়ার প্রকাশম বাঁধ থেকে প্রায় ৬ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তার জেরে প্লাবিত হবে বাঁধ থেকে দুই কিমি পর্যন্ত দূরত্বে থাকা কৃষ্ণার তীরবর্তী অঞ্চল।  চন্দ্রবাবু নাইডু অবশ্য নোটিশ পাওয়ার আগে গত শুক্রবারই সপরিবারে হায়দরাবাদ সফরে গিয়েছেন। ২০১৫ সাল থেকে এখানেই পরিবারের সঙ্গে বসবাস করছেন টিডিকে প্রধান।