দুনিয়াজুড়ে করোনায় মৃত্যু ১০ লক্ষ অতিক্রম করলো

গোটা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেলো। এই মুহুর্তে বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে মোট ১০,০৬,৩৪৪ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৪৬ হাজার ৬৬২ জন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৮ লক্ষ ৭৬ হাজার ১৬৯ জন রোগী। সংক্রমণ এবং করোনায় মৃত্যুর তালিকার শীর্ষে আছে আমেরিকা। এ পর্যন্ত মার্কিন মুলুকে ৭৩ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লক্ষেরও বেশি। আমেরিকার পরই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বেসরকারি হিসেব অনুযায়ী এদেশে এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৪৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৯৬ হাজারেরও বেশি। আমেরিকা ও ভারতের পরের স্থানে ব্রাজিল। ওইদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লক্ষ ৪৮ হাজারেরও বেশি। সংক্রমণে তৃতীয় স্থানে থাকলেও ভারতের চেয়ে ওদেশে মৃত্যুর হার বেশি। এ পর্যন্ত ব্রাজিলে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৪২ হাজারেরও বেশি মানুষ।

Previous articleবিশ্বের সেরা বিজ্ঞান শহরের তালিকায় কলকাতা! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Next articleপুরীর জগন্নাথ মন্দিরের প্রায় ৪০০ পুরোহিত করোনা পজিটিভ