পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় ৪০০ পুরোহিত করোনা পজিটিভ

একসঙ্গে প্রায় ৪০০ জন পুরোহিত কোভিড- পজিটিভ। এই কারনে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া এই মুহুর্তে কখনই সম্ভব নয়।

আরও পড়ুন- বিশ্বের সেরা বিজ্ঞান শহরের তালিকায় কলকাতা! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে এমনই জানিয়েছে ওড়িশা সরকার। সরকারি হলফনামায় বলা হয়েছে, ৩৫১ জন সেবাইত ও ৫৩ জন আধিকারিক করোনা সংক্রামিত হয়েছেন। এই ভয়ঙ্কর সংক্রমণকালে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হলে পরিস্থিতির অবনতি হতে পারে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা পুরোমাত্রায়৷। তাই মন্দির আপাতত বন্ধই রাখা দরকার৷

Previous articleদুনিয়াজুড়ে করোনায় মৃত্যু ১০ লক্ষ অতিক্রম করলো
Next articleকেন শিক্ষার এই হাল, প্রশ্ন করতে হবে : অমর্ত্য