মাঝরাতে জোর করে দাহ করেছে পুলিশ, অভিযোগ মৃত ধর্ষিতার পরিবারের

উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার ১৯ বছরের দলিত কন্যার মৃত্যুর পর এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তার পরিবার। মৃতার ভাই অভিযোগ করেছেন, মাঝরাতে বাড়িতে ঢুকে জোর করে মৃতদেহ তুলে নিয়ে যায় পুলিশ। পরিবারের সদস্যদের একটি ঘরে তালাবন্দি করে রাখা হয়। শুধু মৃতার বাবাকে দেহ সৎকারের সময় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। পরিবারের বাকি সদস্যদের অনুপস্থিতিতে পরিত্যক্ত একটি জায়গায় ধর্ষিতার মৃতদেহ দাহ করা হয়।

সংবাদমাধ্যমের সামনে মৃতার পরিবার বলেছে, তাঁদের থেকে কোনও অনুমতি না নিয়েই পুলিশ এই গর্হিত কাজ করেছে। এ নিয়ে বুধবার সকালে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে একটি কাঠের স্তূপের মধ্যে আগুন জ্বলছে। চারিদিক ঘিরে রেখেছে পুলিশ।

আরও পড়ুন : বাবরি রায় : আদবানি, যোশী, উমা’রা আজ কোর্টে যাচ্ছেন না, ওদিকে লিবেরহানের বোমা

Previous articleনিজের চিকিৎসা নিজে করতে গিয়ে করোনার বলি এক চিকিৎসক
Next articleআজ বাবরি-রায়, রাজ্যে রাজ্যে বিশেষ সতর্কতা