ভারতে প্রতিদিন গড়ে ৮৭ ধর্ষণ, রোজ খুন ৭৯ জন, বলছে NCRB

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB জানিয়েছে, ২০১৯ সালে দেশে গড়ে রোজ ৮৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে, আগের দু’ বছরের তুলনায় ধর্ষণের অভিযোগ কম।
ওদিকে, ২০১৯ সালে ভারতে খুনের ঘটনাও আগের বছরের তুলনায় কমেছে। কমেছে অপহরণের ঘটনাও। শতাংশের হিসেবে ফারাকটা যদিও খুব কম। কেন্দ্রের রেকর্ড বলছে, ভারতে গড়ে রোজ ৭৯ জন খুন হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB-র তথ্য অনুযায়ী, ভারতে প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে৷
মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৪,০৫,৮৬১টি৷ বধূ নির্যাতনের ঘটনা ঘটেছে ৩০.৯ শতাংশ৷ মহিলা অপহরণের ঘটনা ঘটেছে ১৭.৯ শতাংশ৷ সবমিলিয়ে গোটা দেশে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৪,০৫,৮৬১টি। ২০১৮ সালের নিরিখে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে উল্লেখ করা হয়, পশ্চিমবঙ্গের তরফে ২০১৯ সালের অপরাধ সংক্রান্ত তথ্য-পরিসংখ্যান কেন্দ্র পায়নি।

ওদিকে, দেশে সবমিলিয়ে ২৮,৯১৮টি খুনের মামলা দায়ের হয়েছে৷ বিবাদের জেরে খুন হয়েছেন ৯,৫১৬ জন৷ ব্যক্তিগত শত্রুতার জেরে খুন ৩,৮৩৩ জন৷ যদিও অপহরণের ঘটনা কমেছে ০.৭ শতাংশ৷

২০১৮ সালে মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ছিলো ৩,৭৮, ২৩৬টি৷ মামলাও হয়েছিল। NCRB-র পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে গোটা দেশে ৩২,০৩৩টি ধর্ষণের মামলা হয়েছে। শতাংশের বিচারে আগের বছরে মহিলাদের বিরুদ্ধে যত অপরাধের ঘটনা ঘটেছে, তার ৭.৩ শতাংশই ধর্ষণের মামলা। ২০১৮ সালে ভারতে ধর্ষণের মামলার সংখ্যা ছিল ৩৩,৩৫৬। ২০১৭ সালে নথিভুক্ত ধর্ষণের ঘটনা ঘটেছিল ৩২, ৫৫৯টি। জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর এই তথ্যে জানা যাচ্ছে, মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বটে, তবে ধর্ষণের মামলা তার আগের দু’টি বছরের তুলনায় কমেছে।

এ ছাড়া, শ্বশুরবাড়িতে বধূনির্যাতনের ঘটনা ঘটেছে ৩০.৯ শতাংশ। অন্যান্য ক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ২১.৮ শতাংশ। মহিলা অপহরণের ঘটনা ঘটেছে ১৭.৯ শতাংশ।২০১৯ সালে প্রতি ১ লক্ষ মহিলা জনসংখ্যায় অপরাধের হার ৬২.৪ শতাংশ। ২০১৮ সালে ছিল ৫৮.৮ শতাংশ।
শুধু মহিলা নয়, NCRB-র ‘ক্রাইমস ইন ইন্ডিয়া- ২০১৯’ রিপোর্ট বলছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও ভারতে বেড়েছে। ২০১৯ সালে শিশুদের বিরুদ্ধে ১.৪৮ লক্ষ অপরাধের মামলা হয়েছে। এর মধ্যে ৪৬.৬ শতাংশ ঘটনাই হল অপহরণের অভিযোগ। ৩৫.৩ শতাংশ ক্ষেত্রে যৌন নিগ্রহের অভিযোগ। ২০১৮ সালের তুলনায় , ২০১৯-এ শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৪.৫ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায় কাজ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। গোটা দেশ থেকে বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করে, প্রতিবছরের রেকর্ড রাখে তারা৷

অন্যদিকে,ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB-র বার্ষিক অপরাধ তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভারতে রোজ গড়ে ৭৯ জন খুন হয়েছেন। গোটা দেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সবমিলিয়ে ২৮ হাজার ৯১৮টি খুনের মামলা দায়ের হয়েছে। ২০১৮ সালের নিরিখে দেখলে, খুনের সংখ্যা দেশে অতি সামান্যই কমেছে। ০.৫ শতাংশও নয়! ২০১৮ সালে সারা দেশের বিভিন্ন থানায় মোট ২৯ হাজার ০১৭টি খুনের মামলা দায়ের হয়েছিল। নির্ভুল হিসেবে, দেশের খুনের মতো অপরাধ ০.৩ শতাংশ কমেছে।
রেকর্ড জানাচ্ছে, ২০১৯ সালে ১,০৫,৭৩৪টি অপহরণের মামলা নথিভুক্ত হয়েছে। ঘটনার শিকার ১,০৮,০২৫ জন। ২০১৮ সালে অপহরণ মামলার সংখ্যা ছিল ১ লক্ষ ৫ হাজার ৭৩৪টি।
২০১৯ সালের তথ্য অনুযায়ী, অপহৃতদের মধ্যে পুরুষ ছিলেন ২৩,১০৪ জন, মহিলার সংখ্যা ৮৪,৯২১ জন। অপহৃতের এই সংখ্যার মধ্যে মোট ৭১,২৬৪ জন আবার শিশু৷ এদের মধ্যে ১৫,৮৯৪ জন ছেলে এবং ৫৫,৩৭০ জন মেয়ে৷
প্রাপ্তবয়স্ক অপহৃত হয়েছে ৩৬,৭৬১ জন। ২০১৯ সালে অপহৃতদের মধ্যে মোট ৯৬,২৯৫ জনকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে। তার মধ্যে পুলিশ জীবিত উদ্ধার করতে পেরেছে ৯৫,৫৫১ জনকে।

আরও পড়ুন-মাঝরাতে জোর করে দাহ করেছে পুলিশ, অভিযোগ মৃত ধর্ষিতার পরিবারের

Previous articleবাবরি মসজিদ ধ্বংস মামলার নজরকাড়া অভিযুক্তরা
Next article‘প্রণববাবু ও বাংলাদেশ’- নতুন ইবুকে অজানা তথ্যভাণ্ডার