সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির। আন্দোলনের দ্বিতীয় দিনেও কর্মসূচি অব্যাহত তাদের। ভুবনডাঙা এলাকায় রাস্তার ধারে স্থায়ী প্রতিবাদ মঞ্চ তৈরি করে নাচ, গান, পাঠের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বুধবার সকাল ১১টা থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের একাংশ। প্রতিবাদীরা জানিয়েছেন, যতদিন না রবীন্দ্র আদর্শের পরিপন্থী পাঁচিল তৈরির কাজ বন্ধ হচ্ছে, ততদিন এই প্রতিবাদ আন্দোলন চলবে। তবে, যেহেতু বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় রয়েছে, সেই কারণে বিশ্বভারতীয় কর্তৃপক্ষ এই আন্দোলন নিয়ে মন্তব্য করতে নারাজ।

আরও পড়ুন : “দলিতরা আমাদের সম্পদ, তাঁদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়”-হাথরস নিয়ে মন্তব্য ডেরেকের

Previous articleতৎকাল নেতাদের বিরুদ্ধে রাজ্য সদর দফতরে তুলকালাম আদি বিজেপির
Next articleবিধি মেনে পুজো হবে বাংলায়: যোগীকে বিঁধে উত্তরকন্যায় জানালেন মমতা