Friday, January 30, 2026

রাহুল সিনহাকে দিল্লি যেতে বাধা তাঁরই অনুগামীদের, কিন্তু কেন?

Date:

Share post:

বিজেপি নেতা রাহুল সিনহাকে দিল্লি যাওয়ার পথে বাধা দিলেন তাঁরই একদল অনুগামী। শীর্ষ নেতৃত্বের ডাকে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে দিল্লি যাওয়ার পথে আজ , বুধবার দমদম বিমানবন্দরে রাহুল সিনহা যখন গিয়ে পৌঁছান, তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকরা। তাঁদের দাবি, প্রিয় নেতাকে অপমান করা হয়েছে। তাঁকে পথ থেকে সরিয়ে অন্য দল থেকে আসা তৎকাল বিজেপি নেতাদের পদে বসানো হয়েছে। তাই দিল্লির বৈঠকে যেন না যান রাহুল সিনহা।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। যিনি বিজেপির “পোস্টার বয়” বলে পরিচিত, সেই রাহুল সিনহা এখন দলে ব্রাত্য। এত অপমান সহ্য করে কেন রাহুল সিনহা দিল্লি যাবেন? এই প্রশ্নই তাঁরা রাহুল সিনহার সামনে করেন।

যদিও রাহুল সিনহা তাঁর অনুগামীদের হাতজোড় করে শান্ত হওয়ার অনুরোধ করেন। তিনি বিজেপি সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন, এই দিল্লি সফর তাঁর জন্য অত্যন্ত জরুরি। বিষয়টি নিয়ে তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। শেষ পর্যন্ত অবশ্য অনুগামীরা তাঁর পথ আটকাননি।

উল্লেখ্য, সম্প্রতি সর্বভারতীয় বিজেপিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানে মুকুল রায়কে সহ-সভাপতি এবং অপেক্ষাকৃত নতুন প্রজন্মের নেতা অনুপম হাজরাকে জাতীয় সম্পাদক করেছে শীর্ষ নেতৃত্ব। কিন্তু কোনও এক অজানা কারণে রাহুল সিনহার মত পোড়খাওয়া বিজেপি নেতাকে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা একেবারেই ভাল চোখে নেননি রাহুল সিনহা। এরপর তিনি নিজের প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপিতে পদ দেওয়া হচ্ছে। তাঁর ৪০ বছর ধরে বিজেপিকে সেবা করার এটাই হয়তো পুরস্কার। এবং একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা তিনি স্থির করবেন।

আরও পড়ুন : আদালতের মর্যাদা ক্ষুন্ন করা যাবে না, বিশ্বভারতী মামলায় নির্দেশ প্রধান বিচারপতির

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...