Tuesday, November 4, 2025

মাদক কাণ্ডে নাম জড়াচ্ছে একের পর এক সেলেবের।দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের মতো অভিনেত্রীদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবার কি সামনে আসতে চলেছে আরও বড় কোনও নাম? এনসিবি সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যে নামগুলি জড়াতে পারে তাঁদের মধ্যে একজনের নাম শুরু ইংরেজি অক্ষর ‘এস’ দিয়ে। বয়স ৫৪ বছর। ৯০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অপরজনের নাম শুরু ‘আর’ দিয়ে। তাঁর বয়স ৩৮ বছর। ঝুলিতে বেশ কয়েকটি হিট ছবি রয়েছে। তৃতীয় জনের নাম ‘এ’ দিয়ে শুরু। যিনি বলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা।

সূত্রের খবর, এ’ দিয়ে যার নাম শুরু, তিনি নিজে ড্রাগ নিতেন না। তবে মাদক পাচারকারীদের দিয়ে এস এবং আর-এর কাছে ড্রাগ পাঠাতেন। কে এই ‘এস’, ‘আর’ এবং ‘এ’? সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি এই ‘এস’ হলেন শাহরুখ খান। ‘আর’ হলেন রণবীর কপূর। ‘এ’ হলেন অর্জুন রামপাল। নামের আদ্যাক্ষর ‘ডি’, বলিউডের এমন আরও এক অভিনেতা গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন। এই ‘ডি’-কে ডিনো মোরিয়া বলে দাবি করেছে ওই সংবাদমাধ্যম। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি এনসিবি।

আগেও দেখা গিয়েছে, নামের আদ্যাক্ষর ধরে তদন্ত করেছে এনসিবি। এর আগে রিয়া চক্রবর্তীর ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে, ‘ডি’ এবং ‘কে’ নামে দু’জনের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট মেলে। তার তদন্ত করতে গিয়েই উঠে আসে দীপিকা পাড়ুকোন এবং তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের নাম। তাঁদের জিজ্ঞাসাবাদও করেছে এনসিবি। এবার ‘এস’, ‘আর’ এবং ‘এ’-র সূত্র ধরে তদন্ত করে কাদের নাম উঠে আসবে, তা নিয়েই তুঙ্গে জল্পনা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version