Friday, November 7, 2025

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে বিহারের বিধানসভা নির্বাচনের দায়িত্বে নিযুক্ত করল বিজেপি। বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে যখন মহারাষ্ট্র ও বিহার সরকারের দ্বন্দ্ব শুরু হয়, তখনই বিজেপি এই ঘোষণা করেছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর বিজেপি জোটের দলগুলির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার প্রক্রিয়া শুরু করলেন তিনি। বিহারে এবার তিন দফায় ভোট গ্রহণ হবে। ভোটের দিন ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর। ভোটগণনা হবে ১০ নভেম্বর। বিহারে এনডিএ শরিক জনতা দল (‌ইউনাইটেড)‌ এবং লোক জন শক্তি পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতভেদে চাপ বাড়ছে বিজেপির উপর। এখন এসব সামলাতে হবে মহারাষ্ট্রের নেতা দেবেন্দ্র ফড়নবিশকেই। সম্মানজনক আসন বরাদ্দ না হলে এলজেপি শরিক জেডিইউর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর হুঁশিয়ারিও দিয়েছে। তবে বিজেপি নেতাদের দাবি, আসন্ন বৈঠকে এই মতপার্থক্যের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। আনুষ্ঠানিক আলোচনার আগে চাপ বাড়াতে এলজেপি নেতারা বিজেপির সঙ্গে বৈঠক করেছেন।

জেডিইউ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সামনে রেখেই বিহারে ভোটের রণনীতি ঠিক করছে বিজেপি। তবে জেডিইউ এবং বিজেপির মধ্যে সমানভাবে আসন ভাগ করার চাপ দিচ্ছেন গেরুয়া শিবিরের রাজ্য নেতারা। অন্যদিকে, জেডিইউ দাবি করেছে, জোটের অন্য দলের চেয়ে তাদেরই বেশি আসন পাওয়া উচিত। বিজেপির জন্য ১০৫ এবং জেডিইউর জন্য ১১০ টি আসন নিয়ে দরাদরি চলছে বলে জানা গিয়েছে। বাদবাকি আসন থাকবে এইচএএম এবং এলজেপির জন্য।
বিহারে বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবং দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বলেছেন, আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে জোটের দলগুলির সঙ্গে আলোচনা চলছে। কোন আসনে জোটের কোন দল সবচেয়ে উপযুক্ত তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচনকেন্দ্রগুলি ঘুরে দেখে পর্যবেক্ষণ করা হবে।

 

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version