সুশান্ত মৃত্যুর তদন্তের সঙ্গেই উঠে আসা বলিউডের মাদক-কাণ্ড অন্যদিকে মোড় নিতে চলেছে।

NCB-র দাবি, রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তারা দেড় কিলো চরস উদ্ধার করেছে৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়ে বলেছে, NCB-র এই দাবি সঠিক হলে নিশ্চিতভাবেই বিপদ বাড়বে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী’র। আইন বলছে এক্ষেত্রে রিয়া ও সৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে৷ NCB-র তরফে জানানো হয়েছে, “আমরা সুশান্ত-মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি”৷ NCB এখনও পর্যন্ত বলিউডের মাদকযোগ -কাণ্ডে রিয়া-সৌভিক-সহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের কাছ থেকেই না’কি মাদক উদ্ধার হয়েছে।

একইসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বলিউডের সঙ্গে মাদকযোগের যে জাল NCB গোটাতে শুরু করেছে, তাতেই উঠে এসেছে একটি বড় নাম। তদন্তে NCB জেনেছে, বলিউডের এই মাদক চক্রের মূল মাথা হলেন প্রাক্তন এক সুপার মডেল তথা অভিনেতা। তাঁর নেতৃত্বেই না’কি বলিউডে মাদক-চক্র চলে। দীপিকা, সারা, শ্রদ্ধাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতাও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নিশানায় রয়েছেন বলে ওই খবরে বলা হয়েছে। তবে তাঁরা কারা, তা স্পষ্টভাবে কিছু বলা হয়নি৷
আরও পড়ুন-সুশান্ত-মামলায় এবার ৩০২ ধারা জুড়ছে CBI, রাজসাক্ষীও ‘তৈরি’
