কেন্দ্রের সিদ্ধান্তে ১ অক্টোবর থেকে গাড়ি চালানো সংক্রান্ত নিয়ম বদলে গেলো

দেশে পয়লা অক্টোবর থেকে গাড়ি চালানো সংক্রান্ত নিয়ম বদলে গেলো। এখন থেকে গাড়ি চালকরা পথ নির্দেশ পাওয়ার জন্য মোবাইল ফোনের সাহায্য নিতে পারবেন। তবে এমন ভাবে করতে হবে যাতে মনঃসংযোগে বিঘ্ন না ঘটে। তবে, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে না পারার নিয়ম এখনও বহাল থাকছে।

তাছাড়া, এখন থেকে গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার আদৌ দরকার নেই। বৈধ সফট কপি নিয়েই রাস্তায় গাড়ি বার করা যাবে। ১৯৮৯ সালের মোটর ভেহিকলস আইনে বেশ কিছু পরিবর্তন এনেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক ১ অক্টোবর থেকে নতুন নিয়ম লাগু করেছে৷ এখন চালক ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে গাড়ির রক্ষণাবেক্ষণ, ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া যাবে। গাড়ির মালিক ও চালকরা কেন্দ্রীয় সরকারের ডিজি-লকার অথবা এম-পরিবহণ ব্যবস্থায় তাঁদের যাবতীয় নথি সংরক্ষণও করতে পারেন।

আরও পড়ুন-রাস্তার প্রস্তুতকারককে তিন বছর রক্ষনাবেক্ষণের দায় নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Previous articleঅর্জুন সিংকে একের পর এক মামলা, ফের ‘রহস্যময় বাদ’ মুকুল
Next articleগুরুতর অসুস্থ, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফুটবল জাদুকর মজিদ বাসকর