Sunday, August 24, 2025

অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু সন্তানের, ‌অপমানে আত্মঘাতী চিকিৎসক বাবা

Date:

নিজেই মেয়ের অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু হয় মেয়ের। সেই শোক সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন কেরলের চিকিৎসক অনুপ কৃষ্ণ। অভিযোগ, শুধু শোকই নয়, মেয়ের মৃত্যুর জন্য তাঁকে হেনস্থা করা হয়।

গত ২৩ সেপ্টেম্বর ওই চিকিৎসকের ৭ বছরের মেয়ের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় মৃত্যু হয়। মেয়ের অস্ত্রোপচার করছিলেন চিকিৎসক নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হয় অনুপ কৃষ্ণাকে। সোশ্যাল মিডিয়ায় বলা হয়, তিনি নিজেই তাঁর মেয়েকে মেরে ফেলেছেন। এরপরই কোল্লাম জেলার বাসিন্দা বছর ৩৫-এর চিকিৎসক চরম সিদ্ধান্ত নেন।

মৃত চিকিৎক অনুপ কৃষ্ণা অর্থো কেয়ার বলে একটি হাসপাতাল চালাতেন। ৭ বছরের মেয়ে তাঁরই হাসপাতালে ভর্তি হয়েছিল, হাঁটুর অস্ত্রোপচারের জন্য। কিন্তু অস্ত্রোপচারের সময়, তাঁর মেয়ে হৃদরোগে আক্রান্ত হয়। অন্য হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর চিকিৎসকের দিকে আঙুল তোলে পরিবার থেকে স্থানীয়রা। কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে অনুপের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কাদাপ্পাকাড়াতে নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বাথরুমের দেওয়ালে ‘সরি’ লিখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই মেয়ের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় কোল্লাম জেলার কিলিকোল্লুর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এর সঙ্গে মেয়ের মৃত্যুর যোগ আছে কি না তা তার তদন্ত করছে পুলিশ। তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল কি না বা কেউ তাঁকে হেনস্থা করেছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:দক্ষিণ ভারতে সক্রিয় আইএস জঙ্গি গোষ্ঠী, চার্জশিট পেশ করে সতর্ক করল এনআইএ

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version