মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত নৌবাহিনীর এক আধিকারিক

মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নৌবাহিনীর এক আধিকারিকের।মৃতের নাম মধুসূদন রেড্ডি (৫৬)। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ৫০০ কিলোমিটার দূরে কারওয়ারে এই দুর্ঘটনা ঘটেছে । জানা গিয়েছে, নৌবাহিনীর এক আধিকারিক ও তার প্রশিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর বিচ থেকে উড়ান নিয়ে যাত্রা শুরু করেন। তারপর প্যারাগ্লাইডিং-এর সময় নৌবাহিনীর ওই আধিকারিক ১০০ ফুট উঁচু থেকে সটান গিয়ে পড়েন সমুদ্রের জলে। প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে ।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরেই মৎস্যজীবী ও লাইফগার্ডরা উদ্ধারকার্য শুরু করেন। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে জানান।

আরও পড়ুন- মহিলা নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে বাম-কং বিক্ষোভ
মধুসূদন রেড্ডি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। কারোয়ারের নৌঘাঁটিতে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার দিন পরিবার এবং বন্ধুদের সঙ্গে বিচে ঘুরতে এসেছিলেন তিনি। তারপরেই এই মর্মান্তিক ঘটনা।

Previous articleযোগীর রাজ্যে পুলিশি জুলুমের ‘সোজা বাংলায়’ প্রতিবাদ প্রতিমার
Next articleধর্ষণের নিন্দা নয়, মেয়েদের সংস্কারের দাওয়াই নির্লজ্জ বিজেপি বিধায়কের!