Monday, November 3, 2025

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে হাথরাসে সমাজবাদী পার্টির প্রতিনিধি দল

Date:

উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সমাজবাদী পার্টির সদস্যরা। প্রথমে বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় সমাজবাদী পার্টির সদস্যরা। প্রায় ৩ ঘণ্টা পথ অবরোধ করে রাখেন তাঁরা। তাঁদের উপর লাঠি চালায় পুলিশ। মহিলা বিক্ষোভকারীদের পেটে লাঠি মারা হয়েছে বলে অভিযোগ। পুলিশের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে। দীর্ঘ বচসার পর শেষমেষ ৫ জনকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

আগেই বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মাায়াবতী। এদিনই নির্যাতিতার বাড়িতে গিয়েছে সিটের তদন্তকারীরা। তাঁরা নির্যাতিতার বাবা-মা সহ পরিবারের বাকি সদস্যদের বয়ান রেকর্ড করেছেন। জানা গিয়েছে, তারা ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে সরকারকে।

সূত্রের খবর, এদিন সিটের আধিকারিকদের কাছে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছে নির্যাতিতার পরিবার। চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ এই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার উঠলে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কোনও বিতর্ক থাকবে না। রবিবার ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ গিয়েছেন হাথরাসে। এদিনই হাথরাসে যেতে পারেন রাষ্ট্রীয় লোক দলের সভাপতি জয়ন্ত চৌধুরি।

আরও পড়ুন:ভোটের মুখে বিহারে ধর্ষিত হয়ে আত্মঘাতী দলিত-কন্যা, চাপে নীতীশ কুমার

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version