Saturday, May 3, 2025

করোনা পরিস্থিতিতে ফের কমল সোনার দাম। শেষ সেশনে বড়সড় লাফের পর ফের একবার কমল সোনার দাম। মঙ্গলবার এমসিএক্স সূচকে ০.৯ শতাংশ পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫০, ১৩০ টাকা। আর সূচকে ০.৪ শতাংশ পতনের ফলে রুপোর দাম প্রতি কেজি হল ৬০,৫৬৫ টাকা। একটা সময় রুপোর দাম যখন প্রায় ৮০ হাজারের কাছে ছিল, তখনকার তুলনায় এদিন রুপোর দাম অনেকটাই পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ৫০ হাজার টাকার নীচে নেমে আসতে পারে সোনার মূল্য। সে ক্ষেত্রে এর সহায়ক মূল্য কমে দাঁড়াতে পারে ৪৯ হাজার ৮০০ টাকার কাছাকাছি। তবে বাজার ভালো থাকলে, ফের দাম বাড়তে পারে, এমনটাই ধারণা তাদের।

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম কিছু কমার কারণে এ দিন সোনার দামে উত্থান দেখা দিয়েছে। এদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৯, ৩৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ২৯০ টাকা রয়েছে। চেন্নাইতে এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৮,০২০ টাকা ও ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৩৮০ টাকা হয়েছে। মুম্বইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৮, ৯৮০ টাকা ও ২৪ ক্যারেটে ৪৯,৯৮০ টাকা রয়েছে। দিল্লিতে ২২ ক্যারেটের দাম ৪৮,৯০০ টাকা, ২৪ ক্যারেটের দাম ৫৩,৩৫০ টাকা।

আরও পড়ুন : ১৩৫ কোটির দেশে কত মানুষ পেতে পারেন ভাইরাসের টিকা? জানাচ্ছেন হর্ষ বর্ধন

বর্তমানে বিশ্ব বাজারের ক্রমাগত সোনার দামের উত্থান পতনের মাঝে সোনার দাম ভারতের বাজারে অনেকটাই কমতির দিকে। উল্লেখ্য, গত ৭ অগস্ট রেকর্ড সৃষ্টি করে ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকায়। ১০ গ্রামের হিসেবে বর্তমানে সোনার দাম ৬০০০ টাকা কমেছে।

তবে সোনার দাম কমলেও, এখনই বাড়ির জন্য সোনা কেনা অথবা সোনাতে বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সোনার প্রকৃত দর বিচার করতে গেলে ডলার প্রতি টাকার মূল্যকেও নজরে রাখতে হবে। তাই সোনার দামের পতন অব্যাহত থাকলেও এই পরিস্থিতি কতদিন চলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন কেউই।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version