Friday, November 14, 2025

পুজোর মুখে একধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা, দাম কমল রুপোরও

Date:

করোনা পরিস্থিতিতে ফের কমল সোনার দাম। শেষ সেশনে বড়সড় লাফের পর ফের একবার কমল সোনার দাম। মঙ্গলবার এমসিএক্স সূচকে ০.৯ শতাংশ পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫০, ১৩০ টাকা। আর সূচকে ০.৪ শতাংশ পতনের ফলে রুপোর দাম প্রতি কেজি হল ৬০,৫৬৫ টাকা। একটা সময় রুপোর দাম যখন প্রায় ৮০ হাজারের কাছে ছিল, তখনকার তুলনায় এদিন রুপোর দাম অনেকটাই পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ৫০ হাজার টাকার নীচে নেমে আসতে পারে সোনার মূল্য। সে ক্ষেত্রে এর সহায়ক মূল্য কমে দাঁড়াতে পারে ৪৯ হাজার ৮০০ টাকার কাছাকাছি। তবে বাজার ভালো থাকলে, ফের দাম বাড়তে পারে, এমনটাই ধারণা তাদের।

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম কিছু কমার কারণে এ দিন সোনার দামে উত্থান দেখা দিয়েছে। এদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৯, ৩৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ২৯০ টাকা রয়েছে। চেন্নাইতে এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৮,০২০ টাকা ও ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৩৮০ টাকা হয়েছে। মুম্বইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৮, ৯৮০ টাকা ও ২৪ ক্যারেটে ৪৯,৯৮০ টাকা রয়েছে। দিল্লিতে ২২ ক্যারেটের দাম ৪৮,৯০০ টাকা, ২৪ ক্যারেটের দাম ৫৩,৩৫০ টাকা।

আরও পড়ুন : ১৩৫ কোটির দেশে কত মানুষ পেতে পারেন ভাইরাসের টিকা? জানাচ্ছেন হর্ষ বর্ধন

বর্তমানে বিশ্ব বাজারের ক্রমাগত সোনার দামের উত্থান পতনের মাঝে সোনার দাম ভারতের বাজারে অনেকটাই কমতির দিকে। উল্লেখ্য, গত ৭ অগস্ট রেকর্ড সৃষ্টি করে ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকায়। ১০ গ্রামের হিসেবে বর্তমানে সোনার দাম ৬০০০ টাকা কমেছে।

তবে সোনার দাম কমলেও, এখনই বাড়ির জন্য সোনা কেনা অথবা সোনাতে বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সোনার প্রকৃত দর বিচার করতে গেলে ডলার প্রতি টাকার মূল্যকেও নজরে রাখতে হবে। তাই সোনার দামের পতন অব্যাহত থাকলেও এই পরিস্থিতি কতদিন চলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন কেউই।

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version