টিটাগড়ের খুনের ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রাজ্য পুলিশের কার্যত নিষেধাজ্ঞা

টিটাগড়ের মণীশ শুক্লা খুনের ঘটনায় যথাযথ তদন্ত ছাড়া উপসংহারে পৌঁছতে নিষেধ করলো পশ্চিমবঙ্গ পুলিশ ৷ এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতেও বারন করেছে রাজ্য পুলিশ৷

সোমবার রাজ্য পুলিশের তরফে পর পর দু’টি টুইটে এই সতর্কতার পাশাপাশি বলা হয়েছে, এই খুনের তদন্ত চলছে৷ খুনের কারন খুঁজে দেখতে সব দিক বিবেচনায় আনা হয়েছে৷ মৃতের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতার দিকটিও দেখা হচ্ছে৷ কারন মৃত ব্যক্তি একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিলেন৷ সতর্ক করে রাজ্য পুলিশ বলেছে, যথাযথ তদন্ত ছাড়া কেউই দয়া করে উপসংহারে পৌঁছে যাবেন না৷ সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব জ্ঞান হীন মন্তব্য করবেন না৷ বলা হয়েছে, এ ধরনের কাজ তদন্তে বিঘ্ন ঘটায় এবং তা তদন্তে হস্তক্ষেপের সামিল৷ এই ধরনের কাজে বিরত থাকতেই বলেছে রাজ্য পুলিশ ৷

আরও পড়ুন-ফের “উন্নয়নের বদলে ভোট”-এর নিদান দিয়ে বিতর্কে অনুব্রত

Previous articleহাথরাস, গয়ার প্রভাব কি এবার বিহারের ভোটব্যাঙ্কে? চিন্তায় নীতীশ কুমার
Next articleহাথরাসকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের ”অবস্থান সত্যাগ্রহ”