Monday, May 5, 2025

AIIMS-এর ফরেনসিক রিপোর্ট ‘পছন্দ’ হলো না সুশান্ত রাজপুতের পরিবারের৷ আর সে কারনেই CBI-এর কাছে
নতুন ফরেনসিক দল গঠনের আবেদন করছেন সুশান্তের বাবা৷

‘সুশান্ত সিং রাজপুতের খুন হননি, আত্মহত্যাই করেছেন৷’ খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে AIIMS শনিবার এই রিপোর্টই দিয়েছে৷ AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সুধীর গুপ্ত রিপোর্টে জানিয়েছেন, খুন নয়, আত্মহত্যাই করেছেন ওই বলিউড অভিনেতা।

এই রিপোর্ট সামনে আসার পর নতুন করে ফরেনসিক পরীক্ষার দাবি জানালেন অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং। তিনি বলেছেন, CBI-এর অধিকর্তার কাছে নতুন একটি ফরেনসিক দল গঠন করে তদন্তের জন্য আবেদন জানানো হবে।

 

রাজপুত পরিবারের প্রশ্ন, মৃতদেহ ছাড়াই AIIMS কীভাবে ফরেনসিক রিপোর্ট তৈরি করলো ? এই প্রশ্ন তুলে AIIMS-এর ওই রিপোর্টকে খারিজ করেছে সুশান্তের পরিবার৷ ওই পরিবারের আইনজীবী বিকাশ সিং টুইটারে লিখেছেন, ‘‌‘‌AIIMS কীভাবে মৃতদেহ ছাড়া আত্মহত্যার তত্ত্বের কথা জানতে পারলো?‌ তাঁদের কাছে শুধুমাত্র মুম্বইয়ের কুপার হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট আছে, যেখানে সুশান্তের মৃত্যুর সময় পর্যন্ত উল্লেখ নেই?’‌’‌
এদিকে, AIIMS-এর বিভাগীয় প্রধানের রিপোর্ট সামনে আসার পরেই মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং দাবি করেছেন, মুম্বই পুলিশের তদন্ত যে ঠিক পথে চলছিলো, তা এবার প্রমাণিত হল। তিনি বলেন, ‘‘আমরা এখনও AIIMS-এর কাছ থেকে কোনও অফিসিয়াল রিপোর্ট পাইনি। তবে সংবাদমাধ্যমের সূত্রে আমরা বিষয়টা জানতে পেরেছি। মুম্বই পুলিশ যে পথে এগিয়েছিল, ওদের তদন্তও সেই পথেই এগিয়েছে। মুম্বই পুলিশ ও কুপার হাসপাতালের চিকিৎসকদের তদন্ত সঠিকই ছিল। আমাদের দিকে নানা অভিযোগ তো‌লা হয়েছে। কিন্তু AIIMS প্রমাণ করে দিয়েছে আমরাই প্রথমে ঠিক কথাই বলেছিলাম।’’‌

আরও পড়ুন-খুন নয়, আত্মহত্যা করেছিলেন সুশান্ত, সিবিআইকে রিপোর্ট পেশ এইমসের চিকিৎসকদের

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version