Sunday, November 16, 2025

বেঙ্গালুরুতে এবার রাস্তায় নেমে আন্দোলন বাঙালিদের

Date:

লেখাপড়া হোক বা চাকরি, কলকাতা বাদে বাঙালিদের কাছে দেশের অন্যতম প্রিয় শহর বেঙ্গালুরু। কার্যত ‘সেকেন্ড হোম’ হয়ে উঠেছে কর্নাটকের রাজধানী। কিন্তু সেই উদ্যান শহরেই এবার রাস্তায় নেমে আন্দোলন করছেন বাঙালিরা।

কেন হঠাৎ আন্দোলন? বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দু’টি ভবন নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। আলসুর হ্রদের কাছে শহরের কেন্দ্রে আসেয়ি রোডে ওই ভবন দুটি। কিন্ত গত ১ বছরের বেশি সময় ধরে তা নিয়ন্ত্রণ করছে প্রশাসন। বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন জানিয়েছে, লিজপ্রাপ্ত জমিতে দু’টি ভবন তথা প্রেক্ষাগৃহ, গ্রন্থাগার সব তাঁরা নিজেরাই তৈরি করেছিলেন। ২০০২ এবং ২০১২ সালে এই লিজের মেয়াদ শেষ হয়। কিন্তু লিজের নতুন দর প্রশাসন জানাচ্ছে না বলে অভিযোগ তাঁদের। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অভিযোগ, হঠাৎ একটি ভবনের লিজের টাকা এক লাফে বছরে ১৩৯০ টাকা থেকে সাড়ে ১৭ লক্ষ টাকা করা হয়। অন্য ভবনটি ৪৩০০ টাকা থেকে ১০ লক্ষ ৭১ হাজার টাকা করা হয়েছে।

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের জানায় তারা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বাড়িগুলি বাণিজ্যিক ভবন নয়। অভিযোগ এই সুযোগে ভবন দুটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে পুরপ্রশাসন। তাই এবার ‘সেভ বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ মঞ্চ গড়ে স্থানীয় বাঙালিরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছেন। ‘সেভ বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ এর আহ্বায়ক অচিন্ত্যলাল রায় বলেন, ”ফরাসিদের আলিয়ঁস ফ্রঁসেজ লিজ বাবদ ১৬ হাজার বর্গফুটের জমিতে ৩০ হাজার টাকা দেয়। আমাদের কাছে দু’টি বাড়ি মিলিয়ে ১০ হাজার বর্গ ফুটে ২৮ লক্ষের বেশি চাওয়া হচ্ছে। এটা অযৌক্তিক কাজ। আমাদের বাণিজ্যিক সংগঠন নয়।”

আরও পড়ুন:স্পষ্ট হচ্ছে, ক্রমশই একঘরে হচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম

 

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version